BJP

রাজ্য বিজেপি ‘দেখতে’ ফের ভিন্ রাজ্যের পাঁচ নেতা

দলীয় সূত্রের খবর, ওই পাঁচ নেতা শুধু বিজেপি নয়, তৃণমূল এবং সিপিএমের ‘বিক্ষুব্ধ’দের সঙ্গেও কথা বলবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২০ ০৫:১৩
Share:

প্রতীকী ছবি।

সুনীল দেওধর-সহ পাঁচ নেতা রাজ্য বিজেপির সাংগঠনিক অবস্থা খতিয়ে দেখে দিল্লি ফিরেছেন দিন সাতেক আগে। বিধানসভা ভোটের জন্য এ বার পশ্চিমবঙ্গ বিজেপির সংগঠন গোছানোর দায়িত্ব নিচ্ছেন পাঁচটি রাজ্যের দলের পাঁচ সাধারণ সম্পাদক (সংগঠন)। তার মধ্যে চারটি বিজেপি শাসিত। একটি রাজ্যে বিজেপি সরকারের শরিক। দলীয় সূত্রের খবর, ওই পাঁচ নেতা শুধু বিজেপি নয়, তৃণমূল এবং সিপিএমের ‘বিক্ষুব্ধ’দের সঙ্গেও কথা বলবেন। রাজ্য বিজেপির কলকাতা, মেদিনীপুর, রাঢ়বঙ্গ, নবদ্বীপ এবং উত্তরবঙ্গ জ়োনের সংগঠন দেখবেন যথাক্রমে উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা, গুজরাত এবং বিহারের দলীয় নেতা সুনীল বনশল, পবন রানা, রবিন্দর রাজু, ভিখুভাই দলসনিয়া এবং রত্নাকর। রত্নাকর বিহার বিজেপির সহ সাধারণ সম্পাদক (সংগঠন)। বাকি চার জন ওই রাজ্যগুলিতে দলের সাধারণ সম্পাদক (সংগঠন)। অর্থাৎ পাঁচ জনই আরএসএস-এর লোক হিসেবে বিজেপি-তে রয়েছেন। দলের একাংশের মতে, ভোটের আগে রাজ্য বিজেপিতে কেন্দ্রীয় নেতৃত্বের রাশ যে শক্ত হচ্ছে, তা এখান থেকে ফের প্রমাণিত। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশ্য রবিবার বলেন, ‘‘কোনও রাজ্যে ভোটের সময় অন্য রাজ্য থেকে সাহায্য করতে নেতা পাঠানো আমাদের রেওয়াজ। এখানে প্রথম বার এ রকম একটা বড় নির্বাচন লড়ছি। সুতরাং, জাতীয় দলের থেকে সহযোগিতা আমরা চাইব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন