Teachers

TMC: তৃণমূলে যোগ দিলেন বিষপান করে আত্মহত্যার চেষ্টা করা সেই পাঁচ শিক্ষিকা

বদলির প্রতিবাদে ২৪ অগস্ট বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন পুতুল জানা মণ্ডল, অনিমা নাগ, ছবি চাকী দাস, শিখা দাস এবং জ্যোৎস্না টুডু নামে পাঁচ শিক্ষিকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডায়মন্ড হারবার শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২১ ১৬:৪৪
Share:

রবিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছ থেকেই তৃণমূলের পতাকা হাতে তুলে নেন পাঁচ শিক্ষিকা। —নিজস্ব চিত্র।

সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে মাস তিনেক আগে অনেকের মতোই প্রতিবাদে মুখর হয়েছিলেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পাঁচ শিক্ষিকা। এমনকি, বিক্ষোভের সময় বিষপান করে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। সে দিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনেও বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা। রবিবার শাসকদল তৃণমূলে যোগ দিলেন ওই পাঁচ জন। ঘটনাচক্রে, রবিবার ব্রাত্যর কাছ থেকেই তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তাঁরা।

Advertisement

প্রসঙ্গত, বদলির প্রতিবাদে গত ২৪ অগস্ট সল্টলেকের বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন পুতুল জানা মণ্ডল, অনিমা নাগ, ছবি চাকী দাস, শিখা দাস এবং জ্যোৎস্না টুডু নামে পাঁচ শিক্ষিকা। তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলাও রুজু করে পুলিশ। সে সময় গোটা ঘটনায় তোলপাড় হয় রাজ্য রাজনীতি। তবে রবিবার শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সম্পাদক মইদুল ইসলামের নেতৃত্বে সেই শিক্ষিকারা তৃণমূলে যোগ দেন।

জেলা তৃণমূল সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে একটি প্রেক্ষাগৃহে দলীয় সভায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী। ওই শিক্ষিকাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের তৃণমূলে স্বাগত জানান ব্রাত্য।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন