মণ্ডপ ঘুরে মমতার বাড়িতে বিদেশিরা

পশ্চিমবঙ্গ ধর্মীয় ভেদাভেদে প্রশ্রয় দেয় না। এখানে সব ধর্মের বড় উৎসবই তাই মর্যাদার সঙ্গে পালিত হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৮ ০৪:৪২
Share:

—ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গ ধর্মীয় ভেদাভেদে প্রশ্রয় দেয় না। এখানে সব ধর্মের বড় উৎসবই তাই মর্যাদার সঙ্গে পালিত হয়। বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিদের কাছে শনিবার এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

সাতটি রাষ্ট্রের কলকাতার কনসাল ও দূতাবাস প্রতিনিধিরা এ দিন দল বেঁধে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। দক্ষিণ কলকাতার বিভিন্ন মণ্ডপ ঘুরে সন্ধ্যায় তাঁরা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। দলে ছিলেন আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইটালি, জার্মানি, জাপান ও বাংলাদেশের প্রতিনিধিরা। প্রায় ঘণ্টাখানেক মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয় তাঁদের। সেখানে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিমও।

দূতাবাসের প্রতিনিধিরা কলকাতায় পুজো দেখার অভিজ্ঞতা জানান। তখনই মমতা বলেন, ‘‘দুর্গাপুজো আমাদের সবচেয়ে বড় উৎসব হলেও আমরা সব ধর্মমতের প্রতি শ্রদ্ধাশীল। এখানে ইদ, বড়দিন সবই সাড়ম্বরে পালন করা হয়। বড়দিনের শহরও উৎসবের সাজে সেজে ওঠে। এখানে সংখ্যাগুরু, সংখ্যালঘু বলে কোনও ভেদাভেদ আমরা করি না। এটাই আমাদের আদর্শ।’’ বিদেশিদের ডোকরার দুর্গামূর্তি উপহার দেন মুখ্যমন্ত্রী।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন