৮২৮ কেরানি নিয়োগে অনুমোদন দিল পিএসসি

প্রায় আট বছর পর রাজ্যে কেরানি পদে নিয়োগ হচ্ছে। স্টাফ সিলেকশন কমিশন তৈরির পর এই নিয়োগের জন্য পরীক্ষা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৮ ০৪:০২
Share:

ফাইল চিত্র।

রাজ্যের বিভিন্ন দফতরে ৮২৮ কেরানি পদে নিয়োগের অনুমোদন দিয়েছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। কমিশনের সুপারিশ ইতিমধ্যেই নবান্নে পৌঁছেছে। কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে খবর। প্রায় আট বছর পর রাজ্যে কেরানি পদে নিয়োগ হচ্ছে। স্টাফ সিলেকশন কমিশন তৈরির পর এই নিয়োগের জন্য পরীক্ষা হয়। কিন্তু নিয়োগপত্র দেওয়ার আগেই সরকার তা গুটিয়ে ফেলে। এর পর নিয়োগ প্রক্রিয়া স্থানান্তরিত হয় পিএসসি-তে। সদ্য কমিশন ৮২৮ পদে নিয়োগের সুপারিশ পাঠিয়েছে। এর সঙ্গে সচিবালয় ও ডাইরেক্টরেটেও কেরানি নিয়োগ করতে চেয়ে শূন্য পদের হিসাব চেয়েছে পিএসসি। নবান্নের এক কর্তা জানান, বিভিন্ন দফতর থেকে শূন্য পদের তালিকা আসছে। পিএসসি-কে তা জানানো হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement