Body Found in Duttapukur

মাঠে যুবকের মুন্ডুহীন দেহ, যৌনাঙ্গও উপড়ে ফেলা হয়েছে! দৃশ্য দেখে হতভম্ব চাষিরা, চাঞ্চল্য দত্তপুকুরে

সোমবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার ছোট জাগুলিয়ার মালিয়াকুর বাজিতপুর এলাকায়। দত্তপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩২
Share:

—প্রতীকী চিত্র।

জমির পাশে পড়ে যুবকের মুন্ডুহীন দেহ। গোটা শরীরে ক্ষতচিহ্ন। যৌনাঙ্গও উপড়ে নেওয়া হয়েছে। সকালে জমিতে গিয়ে এমন দৃশ্য দেখে হতভম্ব চাষিরা। সোমবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার ছোট জাগুলিয়ার মালিয়াকুর বাজিৎপুর এলাকায়। দত্তপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করেছে। পুলিশ সূত্রে খবর, এখনও যুবকের নাম-পরিচয় জানা যায়নি। অনুমান, তাঁর বয়স চল্লিশের কোঠায় হবে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে কৃষিজমির পাশে দেহ পড়ে থাকতে দেখেছিলেন কয়েক জন চাষি। তাঁরাই গ্রামে বিষয়টি জানান। এর পরে পুলিশে খবর দেওয়া হয়। হাত-পা বাঁধা অবস্থায় যুবকের দেহটি পাওয়া গিয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা মদের গ্লাস, চিপসের প্যাকেট মিলেছে। পুলিশ কাটা মুন্ডুর খোঁজ চালাচ্ছে।

তদন্তকারীদের সূত্রে খবর, ওই এলাকায় সম্প্রতি কোনও যুবক নিখোঁজ হয়েছেন কি না, তা দেখা হচ্ছে। আশপাশের থানা এলাকায় এবং পড়শি জেলার থানাগুলিকেও জানানো হয়েছে বিষয়টি। সেখানকার কোনও যুবক নিখোঁজ কি না, তা জানাতে বলা হয়েছে তাদের। প্রমাণ লোপাটের জন্য যুবকের দেহ সামান্য পুড়িয়েও দেওয়া হয়েছে। ফলে দেহ শনাক্তকরণেও বেগ পেতে হতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement