State news

৭৪ কিলোর মাছ ধরা পড়ল ক্যানিঙে, নিমেষেই ভাইরাল ছবি

স্থানীয়েরা জানিয়েছেন, মাছটি কৈভোলা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২০ ২২:০৭
Share:

এই মাছটিই ধরা পড়েছে জালে। -নিজস্ব চিত্র।

বিশালাকার মাছ ধরা পড়ল ক্যানিঙের মাতলা নদী থেকে। শুক্রবার বিকেল ৫টা নাগাদ চিংড়ি মাছ ধরার জালে জড়িয়ে যায় মাছটি। স্থানীয়েরা জানিয়েছেন, মাছটি কৈভোলা।

Advertisement

এই মাছ মাতলা নদীতে প্রায়ই ধরা পড়ে। তবে এত বড় আকারের মাছ আগে কখনও ধরা পড়েছে বলে মনে করতে পারছেন না স্থানীয় মাছ ব্যবসায়ীরা। সাধারণত দুই থেকে তিন কিলোগ্রাম ওজনের এই মাছ ধরা পড়ে। যা প্রতি কিলোগ্রাম দুশো থেকে আড়াইশো টাকায় বিক্রি হয়। শুক্রবার যে মাছটি ধরা পড়েছে, তার ওজন প্রায় ৭৪ কিলোগ্রাম।

ক্যানিং মাছ বাজারে এই মাছটি নিয়ে আসার পর প্রায় সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়ে। বিকেল ৫টা থেকে মাছটিকে দেখার জন্য দলে দলে লোক আসতে শুরু করে। সঙ্গে ছিল ছবি তোলার হিড়িক। রাত ৯টা পর্যন্ত মাছটিকে দেখার জন্য সাধারণ মানুষের ভিড় ছিল। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে এই মাছের ছবি।

Advertisement

আরও পড়ুন: সান্দাকফুতে তুষারপাত, প্রহর গুনছে দার্জিলিং

তবে এই মাছটি বিক্রি করা যাবে না বলেই জানিয়েছে বন দফতর। বন দফতরের কর্মীরা মাছটিকে বাজেয়াপ্ত করেছে। মাছটি বাজেয়াপ্ত হওয়ার পর থেকে আর কাউকেই তার সঙ্গে সেলফি নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। কেন মাছটিকে বাজেয়াপ্ত করা হল তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বন দফতরের কর্মীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement