বিসর্জন নিয়ে আবার মামলা

ওই আইনজীবী জানান, মামলার আবেদনে বলা হয়েছে, ২৩ অগস্ট রাজ্য প্রশাসন ঘোষণা করেছে, ৩০ সেপ্টেম্বর, দশমীতে সন্ধ্যা ৬টার পরে প্রতিমা বিসর্জন দেওয়া যাবে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৭ ০৪:২২
Share:

প্রতীকী ছবি।

গত বছর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মূলত পারিবারিক পুজোর উদ্যোক্তারা। দুর্গাপ্রতিমার বিসর্জন নিয়ে এ বার উচ্চ আদালতে জনস্বার্থে মামলা করলেন সেখানকারই এক আইনজীবী। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রের ডিভিশন বেঞ্চে। ভাসানে সময়গত নিষেধাজ্ঞার বিরুদ্ধে মঙ্গলবার ওই মামলা দায়ের করেছেন হাইকোর্টের আইনজীবী স্মরজিৎ রায়চৌধুরী।

Advertisement

ওই আইনজীবী জানান, মামলার আবেদনে বলা হয়েছে, ২৩ অগস্ট রাজ্য প্রশাসন ঘোষণা করেছে, ৩০ সেপ্টেম্বর, দশমীতে সন্ধ্যা ৬টার পরে প্রতিমা বিসর্জন দেওয়া যাবে না। এমনকী ভাসান দেওয়া যাবে না ১ অক্টোবরও। এই প্রশাসনিক সিদ্ধান্ত কলকাতা-সহ রাজ্যের নাগরিকদের বড় একটি অংশের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করবে বলে মামলার আবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: উন্নয়ন ফি মকুবের ভাবনা মুখ্যমন্ত্রীর

Advertisement

আবেদনকারী আইনজীবীর প্রশ্ন, পঞ্জিকা তো বলছে, দশমীর দিন রাত ১টা ২৬ মিনিট পর্যন্ত প্রতিমা নিরঞ্জন করা যাবে। তা হলে ওই দিন সন্ধ্যা ৬টার পরে নিরঞ্জনে নিষেধাজ্ঞা কেন? ভাসানে এই সময়গত নিয়ন্ত্রণ জারি করে প্রশাসনের কর্তারা রাজ্যের নাগরিকদের বড় একটি অংশের ধর্মীয় অধিকার কেড়ে নিতে চাইছেন বলে আবেদনকারীর অভিযোগ।

গত বছরেও দশমীতে প্রতিমা নিরঞ্জনের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল রাজ্য প্রশাসন। শেষ পর্যন্ত হাইকোর্টের হস্তক্ষেপে পারিবারিক পুজোর উদ্যোক্তারা বেঁধে দেওয়া সময়ের পরেও প্রতিমা ভাসান দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন