Domkol

ডোমকলে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু, শুরু রাজনৈতিক চাপানউতর

পুলিশ জানিয়েছে, মৃতের নাম লালন মন্ডল (৩৫)। মৃত লালন ডোমকল থানার লস্করপুর এলাকার বাসিন্দা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডোমকল শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২১ ২০:১২
Share:

নিজস্ব চিত্র।

বিধানসভা নির্বাচনের আগে কয়েক দিন ধরে উত্তপ্ত মুর্শিদাবাদ জেলা। বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ জেলার ডোমকলে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, মৃতের নাম লালন মন্ডল (৩৫)। ডোমকল থানার লস্করপুর এলাকার বাসিন্দা ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ডোমকল থানার বৃন্দাবনপুর এলাকার খোশালপুরে। তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে এই মৃত্যু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেহ উদ্ধার হয়নি।

Advertisement

নির্বাচন এলেই উত্তপ্ত হয়ে ওঠে ডোমকল মহকুমা, কখনো বোমা বিস্ফোরণ বা কখনও বড় ধরনের ঝামেলা ভোটের আগে নতুন নয়।

মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান বলেন, ‘‘ডোমকলে বোমা বিস্ফোরণ ঘটনা ঘটে থাকতে পারে, তবে এই ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ নেই।’’

Advertisement

মুর্শিদাবাদ জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস বলেন, ‘‘ডোমকলে নির্বাচন এলেই দুষ্কৃতীরা বোমা বাঁধার কাজ করে। তাই এই বোমা বিস্ফোরণ ঘটনা। পুলিশ কাছে আবেদন করব, যাতে পুরো ঘটনার তদন্ত করা হয়।’’

দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপি সভাপতি গৌরিশঙ্কর ঘোষ বলেন, ‘‘মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের মদতে এই বোমা বাঁধার কাজ চলছে। তাই এই বিস্ফোরণ। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার দাবি করব নির্বাচন কমিশনের কাছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন