কর্মীদের কান ধরে ওঠবোস, অভিযুক্ত রেলের কর্তা

অভিযুক্ত রেল কর্তার বদলির দাবিতে আন্দোলনে নেমেছে এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়ন৷ রেলের দাবি, ‘‘বিষয়টি মিটিয়ে নেওয়া হয়েছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আলিপুরদুয়ার শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৮ ০৪:২৮
Share:

প্রতীকী ছবি।

নিচুতলার দুই কর্মীকে কান ধরে ‘ওঠ বস’ করানোর অভিযোগ উঠল রেলের এক উচ্চপদস্থ ইঞ্জিনিয়ার বিরুদ্ধে৷ এক জন অপমানে আত্মহত্যার চেষ্টা করেন বলে দাবি। তিনি আলিপুরদুয়ার জংশনে রেল হাসপাতালে ভর্তি। অভিযুক্ত রেল কর্তার বদলির দাবিতে আন্দোলনে নেমেছে এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়ন৷ রেলের দাবি, ‘‘বিষয়টি মিটিয়ে নেওয়া হয়েছে।’’

Advertisement

বৃহস্পতিবার নিউ কোচবিহার স্টেশনে পরিদর্শনে যান আলিপুরদুয়ারের এক উচ্চপদস্থ কর্তা। সেই সময় লাইনে কাজ করছিলেন দুই কর্মী। ইউনিয়ন সূত্রে খবর, দু’জনেই লাইন রক্ষণাবেক্ষণের কাজ করেন, কিন্তু সে দিন তাঁদের অন্য দায়িত্ব দেওয়া হয়। ওই দুই কর্মীর দাবি, ওই উচ্চপদস্থ কর্তা তাঁদের অফিসে ডেকে কাজ সম্পর্কে প্রশ্ন করেন। এক কর্মী বলেন, ‘‘চড় মারবেন বলেন, কান ধরে ওঠ বসও করতে বলেন৷ প্রতিবাদ করায় বলেন ওঠ বস না করলে ৩ বছর ইনক্রিমেন্ট বন্ধ করে দেবেন। বাধ্য হয়ে ২০ বার কান ধরে ওঠ বস করি৷”

আলিপুরদুয়ারের ডিআরএম চন্দ্রবীর রমণ বলেন, ‘‘রেল বড় পরিবার। অনেক সময় ভুল বোঝাবুঝি হয়। মিটিয়ে নিয়েছি।’’ তাঁর দাবি, ‘‘কেউ আত্মহত্যা করতে গিয়েছেন, এমন জানি না।’’ রেলকর্মীদের ইউনিয়নের বিভাগীয় আহ্বায়ক বিভাস জোয়াদ্দার জানান, ‘‘ওই রেলকর্তাকে বদলি করতে হবে। তাঁকে কর্মীদের কাছে প্রকাশ্যে ক্ষমাও চাইতে হবে।’’ ওই ইঞ্জিনিয়ার মুখ খুলতে চাননি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন