তেনজিং নোরগেকে ঢেলে সাজছে রাজ্য

ভোল বদলাচ্ছে বাস টার্মিনাসের

শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসকে আন্তর্জাতিক মানের একটি বাস স্ট্যান্ডে উন্নীত করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।বুধবার উত্তরকন্যায় তিন জেলার প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। সরকারি সূত্রের সূত্রের খবর, এশিয়ান হাইওয়ের মাধ্যমে নেপাল, বাংলাদেশ ও ভুটানের সঙ্গে জুড়ে যাচ্ছে উত্তরবঙ্গ ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ৩০ জুন ২০১৬ ০১:৫৬
Share:

শিলিগুড়ির তেনজিং নোরগে বাসস্ট্যান্ডের হাল এখন এমনই। — নিজস্ব চিত্র

শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসকে আন্তর্জাতিক মানের একটি বাস স্ট্যান্ডে উন্নীত করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

Advertisement

বুধবার উত্তরকন্যায় তিন জেলার প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। সরকারি সূত্রের সূত্রের খবর, এশিয়ান হাইওয়ের মাধ্যমে নেপাল, বাংলাদেশ ও ভুটানের সঙ্গে জুড়ে যাচ্ছে উত্তরবঙ্গ । শিলিগুড়ির শহরের বিভিন্ন প্রান্ত দিয়ে হাইওয়েগুলি যাবে। চার দেশের মধ্যে ভবিষ্যতে বাস সার্ভিস চালু হওয়ারও সম্ভাবনা। সেই কথা মাথায় রেখেই টার্মিনাসটি আমূল বদলের সিদ্ধান্ত।

এ দিনের বৈঠকে ঠিক হয়েছে, টার্মিনাস থেকে এনবিএসটিসি-সহ সমস্ত সরকারি বাসের স্ট্যান্ড অন্যত্র সরানো হবে। তেমনিই, সরানো হবে বেসরকারি বাস স্ট্যান্ডও। নতুন দুটি বাস স্ট্যান্ডের জমির ব্যবস্থা করবে শিলিগুড়ি জলপাইগুড়ির উন্নয়ন কতৃর্পক্ষ (এসজেডিএ)।

Advertisement

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এশিয়ান হাইওয়ের মাধ্যমে শিলিগুড়ির সঙ্গে নেপাল, ভুটান ও বাংলাদেশ যুক্ত হচ্ছে। তাই পরে প্রচুর গাড়ি এখানে আসবে। সেই জন্য তেনজিং নোরগে বাস টার্মিনাসকে আন্তর্জাতিক মানের করা হচ্ছে।’’ তিনি জানান, এসজেডিএকে শিলিগুড়ির আশেপাশে জমির ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। দ্রুত সমস্ত প্রক্রিয়া শুরু হবে যাবে।

সরকারি সূত্রের খবর, নেপালের প্যানিট্যাঙ্কি থেকে ফুলবাড়ি হয়ে বাংলাদেশের বাংলাবান্ধা পর্যন্ত যাচ্ছে এশিয়ান হাইওয়ে-২। ৩৩ কিলোমিটার রাস্তার মধ্যে ১১ কিলোমিটার ফোর লেন হবে। ৪৪০ কোটি টাকার প্রকল্পের ১২০ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। তেমনিই, এশিয়ান হাইওয়ে-৪৮ কোচবিহারের চ্যাংরাবান্ধা থেকে ভুটানের জয়গাঁ পর্যন্ত যাচ্ছে। প্রায় ১১০ কিলোমিটার এই রাস্তার জন্য ৬৫০ কোটি টাকার মধ্যে ১৫০ কোটি খরচ হয়ে গিয়েছে। দু’টি রাস্তার কাজই ২০১৭ সালের জুন মাসের মধ্যে শেষ হচ্ছে। তৈরি হবে চারটি উড়ালপুল। উত্তরবঙ্গের সঙ্গে বাংলাদেশ, নেপাল ও ভুটান যুক্ত হলেই সরকারি ও বেসরকারি বাস চলাচল শুরু হয়ে যাবে। বৈঠকে ঠিক হয়েছে, বাস পার্কিং বে ছাড়াও বিমানবন্দরের ধাঁচে টার্মিনাসটিতে মার্কেটিং কমপ্লেক্স-সহ যাত্রী স্বাচ্ছন্দ্যের নানা ব্যবস্থা করা হবে।

বর্তমানে তেনজিং নোরগে বাস টার্মিনাসের সামনের অংশ থেকে এনবিএসটিসি-সহ সমস্ত সরকারি বাস রাজ্যের বিভিন্ন প্রান্ত ও বিহার, ঝাড়খন্ড, সিকিমে যাতায়াত করে। পিছনের অংশে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তের বেসরকারি বাসগুলি ছাড়ে। কিন্তু টার্মিনাসের অবস্থা নিয়ে সব সময়ই প্রশ্ন ওঠে। শৌচালয় থেকে বসার পর্যাপ্ত ব্যবস্থা, বিশ্রামাগার কিছুই ঠিকঠাক নেই।

সম্প্রতি উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের আর্থিক সাহায্যে বাসস্ট্যান্ডটির কিছু সংস্কারের কাজ হয়েছে। জংশন এলাকায় থাকা এই বাস টার্মিনাসকে ঘিরে সব সময় যানজট লেগেই থাকে। তাই মুখ্যমন্ত্রী এ দিন সমস্ত লোকাল, স্টেট এবং বেসরকারি বাসকে এলাকা থেকে সরিয়ে দেওয়ার কথা বলেছেন।

পরিবহণ দফতরের কয়েকজন আধিকারিক জানান, এশিয়ান হাইওয়ে চালু হলে উত্তরবঙ্গের অলিখিত রাজধানীতে গাড়ি চলাচল বাড়বে। বাগডোগরা থেকে শালুগাড়া পর্যন্ত ৩১ নম্বর জাতীয় সড়কটিও চার লেনের তৈরি হবে। নেপাল, ভুটান বা বাংলাদেশের সঙ্গে বাস পরিষেবা শুরু হলে সেগুলিও মূলত শিলিগুড়িতেই আসবে। তাই তেনজিং নোরগে টার্মিনাসটির আধুনিকীকরণ প্রয়োজন হয়ে পড়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন