Nadia TMC

পদপ্রাপ্তির কয়েক ঘণ্টার মধ্যেই অপসারিত নদিয়ার তৃণমূলনেত্রী

তৃণমূল সূত্রে খবর, গত বুধবার নদিয়ায় তৃণমূলের মহিলা সংগঠনের চেয়ারপার্সন করা হয়েছিল টিনাকে। এর পর শুক্রবার তিনি হাতে চিঠি পান। তা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় দলের অন্দরে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০২৫ ১৮:৪১
Share:

—প্রতীকী চিত্র।

শুক্রবারই নদিয়া জেলা মহিলা তৃণমূলের চেয়ারপার্সন পদে নিয়োগপত্র দেওয়া হয়েছিল তাঁকে। দলের রাজ্য সভানেত্রী মালা রায়ের স্বাক্ষরও ছিল তাতে। কিন্তু সেই পদপ্রাপ্তির কয়েক ঘণ্টার মধ্যেই জেলা মহিলা তৃণমূলের চেয়ারপার্সন পদ থেকে সরিয়ে দেওয়া হল জেলা পরিষদের সদস্যা টিনা ভৌমিক সাহাকে। সেই চিঠিতেও মালারই সই রয়েছে।

Advertisement

তৃণমূল সূত্রে খবর, গত বুধবার নদিয়ায় তৃণমূলের মহিলা সংগঠনের চেয়ারপার্সন করা হয়েছিল টিনাকে। এর পর শুক্রবার তিনি হাতে চিঠি পান। তা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় দলের অন্দরে। বিরোধিতা করে অনেকের বক্তব্য, দলে এ রকম কোনও পদই তো নেই! নদিয়ায় তৃণমূলের দু’টি সাংগঠনিক জেলা রয়েছে। একটি কৃষ্ণনগর সাংগঠনিক জেলা। অন্যটি রানাঘাট সাংগঠনিক। সেই জায়গায় দাঁড়িয়ে গোটা জেলার জন্য একটি পদ কী ভাবে এল, তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। বিষয়টি দলের সর্বোচ্চ নেতৃত্বকে জানানো হয়েছিল। আপত্তি জানানো হয়েছিল দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছেও। এর পরেই টিনাকে ওই পদ থেকে অপসারণ করে দল।

টিনার অবশ্য বক্তব্য, ‘‘ব্যক্তিগত কারণে অব্যাহতি চেয়ে দলকে চিঠি দিয়েছিলাম। দল অনুমোদন দিয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement