পর্যটকের প্রাণ কাড়ল নিজস্বী

শনিবার সকালে সেনাবাহিনীর সাহায্যে ওই পর্যটকের দেহ উদ্ধার করেছে পুলিশ। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ০১:৩৯
Share:

উদ্ধার: নদী থেকে তুলে আনা হচ্ছে দেহ। —নিজস্ব চিত্র।

নিজস্বী তুলতে গিয়ে নদীতে পড়ে প্রাণ হারালেন এক পর্যটক। শুক্রবার সন্ধেয় উত্তর সিকিমের লাচুংয়ের ঘটনা। শনিবার সকালে সেনাবাহিনীর সাহায্যে ওই পর্যটকের দেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

মৃত পর্যটক প্রিয়াঙ্কা বাগচী (২৬) কলকাতার বাসিন্দা। পুলিশে সূত্রে জানা গিয়েছে, তাঁর বাপের বাড়ি উল্টোডাঙার তেলেঙ্গাবাগানে। আর তাঁর শ্বশুরবাড়ি কেষ্টপুরের কলেজমোড়ে। ময়নাতদন্তের পরে শনিবার রাতে দেহ নিয়ে শিলিগুড়ি ফেরেন তাঁর আত্মীয়রা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দু’বছর আগে অমরনাথ পাত্রের সঙ্গে বিয়ে হয়েছিল প্রিয়াঙ্কার। তাঁর এক আত্মীয় সুকান্ত হরি জানান, শুক্রবার বিকেলে লাচুংয়ে পৌঁছন তাঁরা। প্রিয়াঙ্কা, অমরনাথকে নিয়ে মোট ছ’জনের দল ছিল। সে দিনই বিকেল পাঁচটা নাগাদ সবাই মিলে লাচুংচু নদীর ধারে গিয়েছিলেন। তখনই প্রিয়াঙ্কা জুতো খুলে নদীতে নেমে নিজস্বী তুলতে গিয়ে পা পিছলে পড়ে যান। পাহাড়ি নদীর স্রোতে অনেকটা ভেসে যান তিনি। আত্মীয়দের চিৎকারে স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়। লাচুং থানার এক আধিকারিক জানিয়েছেন, শুক্রবার সন্ধে থেকেই সেনার সাহায্য নিয়ে তল্লাশি শুরু হয়। রাত ১১টা পর্যন্ত খোঁজা হলেও দেহ পাওয়া যায়নি। শনিবার সকালে ফের তল্লাশি শুরু করার ঘণ্টাখানেকের মধ্যেই প্রিয়াঙ্কার দেহ পাওয়া যায়।

Advertisement

উত্তর সিকিমের পুলিশ সুপার কুনজাং দোরজি বলেন, ‘‘ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ মিটার দূরে নদীর একটি গর্তে বড় পাথরের নীচে ঢুকে যায় ওই পর্যটকের দেহ। ময়নাতদন্তের পরে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।’’ ঘটনার পরে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের নদীতে নামা বা নিজস্বী তোলা নিয়ে সতর্ক করা হয়েছে। পর্যটন ব্যবসায়ীদেরও সতর্কতামূলক প্রচার চালাতে বলা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন