RG Kar Doctor death

আরজি করের তরুণ চিকিৎসকের ‘অস্বাভাবিক’ মৃত্যু! বিধ্বস্ত ছিলেন কাজের চাপে, দাবি পরিবারের

আরজি কর হাসপাতালের এক তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু। পুলিশ সূত্রে খবর, পরিবারের দাবি, হাসপাতালে কাজের চাপে মানসিক ভাবে বিধ্বস্ত ছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১৩:৪০
Share:

—প্রতীকী চিত্র।

আরজি কর হাসপাতালের এক তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু। পুলিশ সূত্রে খবর, পরিবারের দাবি, হাসপাতালে কাজের চাপে মানসিক ভাবে বিধ্বস্ত ছিলেন তিনি।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শুভজিৎ আচার্য (৩৭)। তিনি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা। শুভজিতের মৃত্যুতে পরিবারের তরফে অবশ্য এখনও অভিযোগ জমা পড়েনি। তবে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।

পুলিশ সূত্রে খবব, মৃতার স্ত্রীর নাম ঐন্দ্রিলা রায়। তিনি বসিরহাট জেলা হাসপাতালের মেডিক্যাল অফিসার। ঐন্দ্রিলা পুলিশকে জানিয়েছেন, রবিবার সুস্থই ছিল শুভজিৎ। রাত ১০টা নাগাদ মধ্যমগ্রামের আবাসনের ফ্ল্যাটে তাঁরা দু’জনে একসঙ্গে রাতের খাওয়াদাওয়াও করেন। তার পর রাত ১২টা নাগাদ শুভজিৎ তাঁর স্ত্রীকে জানান যে, তিনি অসুস্থ বোধ করছেন। দ্রুত তাঁর চিকিৎসার প্রয়োজন। সেইমতো শুভজিৎ একটি বেসরকারি হাসপাতালে নিয়েও যাওয়া হয়। কিন্তু সেখানেই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্ত্রী পুলিশকে জানিয়েছেন, রাতে একটু বেশিই ওষুধ খেয়ে ফেলেছিলেন শুভজিৎ। তা ছাড়া হাসপাতালে কাজের চাপও চলছিল। সব নিয়ে মানসিক ভাবে বিধ্বস্ত ছিলেন তিনি।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতের দেহ ময়নাতদন্তের জন্য বারাসত হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ সূত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement