গৌতম দেব।—ফাইল চিত্র।
প্রকাশ্য জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর মন্তব্য করায় সিপিএম নেতা গৌতম দেবের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। এই বিষয়ে অভিযোগ জানিয়ে আগেই তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি এফআইআর দায়ের করা হয়েছে। এ বার শিলিগুড়ির প্রধাননগর থানাতেও গৌতমবাবুর বিরুদ্ধে এফআইআ করা হল।
প্রয়াত এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তের স্মরণে গত রবিবার নেতাজিনগরে এক সভায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে বেনজির ভাবে ‘মাল’ বলে আক্রমণ করেন গৌতম দেব। তার পর থেকেই রাজ্য জুড়ে শুরু গৌতমের বিরুদ্ধে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। গৌতম দেবের কুরুচিকর মন্তব্যের পর নাম না করে পাল্টা জবাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘রাজনীতি করুন, কিন্তু কুৎসা করবেন না।’’
আরও পডুন: ঘরে-বাইরে আপত্তি, দুঃখপ্রকাশ করলেন গৌতম দেব
এ বার শিলিগুড়িতেও গৌতম দেবের বিরুদ্ধে এফআইআর দায়ের হল। অভিযোগ দায়ের করেন শিলিগুড়ির মহিলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি গঙ্গা শর্মা। সোমবার রাতে তিনি প্রধাননগর থানায় গিয়ে এফআইআর দায়ের করেন। পুলিশ তাঁর অভিযোগ গ্রহণ করেছে বলে জানা গিয়েছে।
প্রধাননগর থানায় দায়ের করা সেই এফআইআর কপি। নিজস্ব চিত্র।
রাজ্যের বিভিন্ন স্থানে গৌতম দেবের মন্তব্যের সমালোচনা করে এফআইআর দায়ের করেছেন বহু ব্যক্তি। দিনভর রাজ্যের নানা থানায় গৌতমবাবুর নামে অভিযোগ দায়ের করেছেন মহিলা তৃণমূলের কর্মীরা। নেতাজিনগর-সহ কলকাতার বেশ কিছু থানা, মুর্শিদাবাদ এবং হুগলির উত্তরপাড়া থানাতেও অভিযোগ জমা পড়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই অভিযোগগুলি পুলিশ জেনারেল ডায়েরি হিসাবেই নিয়েছে। বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছে বামফ্রন্টের অন্দরেও। ঘরে-বাইরে সমালোচনার মুখে পড়ে দুঃখপ্রকাশ করে এক বিবৃতি দিয়েছেন গৌতম দেব।