by election

Abdul Mannan & Ballygunj By Election: সিপিএম প্রার্থী সমর্থনের পোস্ট শেয়ার, দলীয় কর্মীদের রোষে মান্নান, পাশে দাঁড়ালেন বিকাশ

প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান সিপিএম প্রার্থীকে সমর্থন জানানো পোস্ট শেয়ার করে পড়ে গিয়েছেন দলীয় কর্মীদের রোষানলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২২ ২০:৩৪
Share:

আব্দুল মান্নানের পাশে দাড়ালেন বিকাশ ভট্টাচার্য। প্রতীকী ছবি

বালিগঞ্জ কেন্দ্রে জোট হয়নি বামফ্রন্ট ও কংগ্রেসের। দু’দলই পৃথক ভাবে প্রার্থী দিয়েছে এই বিধানসভার উপনির্বাচনে। কিন্তু প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান সিপিএম প্রার্থীকে সমর্থন জানানো পোস্ট শেয়ার করে পড়ে গিয়েছেন দলীয় কর্মীদের রোষানলে। ঘটনায় প্রকাশ, মঙ্গলবার সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশ ভট্টাচার্য একটি পোস্ট করেন। সেই পোস্টে তিনি বালিগঞ্জ উপনির্বাচনে সিপিএম প্রার্থী সায়রাকে জয়ী করার আবেদন জানান। ওইদিনই নিজের ফেসবুক পোস্টে সিপিএমের এই আইনজীবী নেতার পোস্টটি শেয়ার করেন মান্নান। তারপরেই ফেসবুকে দলের কর্মীরা একের পর আক্রমণ করতে থাকেন প্রবীণ কংগ্রেস নেতাকে।

পোস্টটির কমেন্টের নীচে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র নিলয় প্রামাণিক লেখেন, ‘আব্দুল মান্নান আপনার অ্যাকাউন্ট হ্যাক হল নাকি?’ কলকাতা জেলা ছাত্র পরিষদের সভাপতি দেবজ্যোতি দাস আবার লেখেন, ‘দলবিরোধী কাজের জন্য অবিলম্বে এই বদমায়েশ লোকটিকে বহিষ্কার করা হোক।’ কোনও কোনও কংগ্রেস কর্মী আবার লেখেন, ‘কমরেড আব্দুল মান্নান লাল লাল লাল সেলাম।’ কেউ আবার লেখেন, ‘বালিগঞ্জে আপনার দলেরও প্রার্থী রয়েছে।’ কেউ আবার বালিগঞ্জ উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী কামরুজ্জমান চৌধুরীর প্রচারপত্র শেয়ার করে দেন। মান্নানের পোস্টের নীচে এমন মন্তব্য প্রসঙ্গে নিলয় বলেন, ‘‘আমার মনে হয় মান্নানদার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। তাই আমরা এ বিষয়ে মান্নানদার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।’’

রাজ্য রাজনীতিতে মান্নানের সঙ্গে কলকাতার প্রাক্তন মেয়র বিকাশের সম্পর্ক বেশ ভাল। পৃথক রাজনৈতিক দলের সদস্য হলেও, গত কয়েক বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলতে দেখা গিয়েছে তাঁদের। নেটমাধ্যমে তাঁর প্রতি এমন আক্রমণ প্রসঙ্গে কিছু বলতে চাননি প্রাক্তন বিরোধী দলনেতা। কিন্তু তাঁর সমর্থনে মুখ খুলেছেন বিকাশ। তিনি বলেন, ‘‘মান্নান সাহেবকে তাঁর নিজের দলের কর্মীরা আক্রমণ করেছেন। এ বিষয়ে আমার কিছু বলার থাকতে পারে না। বিষয়টি তাঁদের বোধ ও রুচির ওপর নির্ভর করে। কিন্তু আমি মনে করি, তিনি আমার পোস্টটি শেয়ার করে কোনও ভুল করেননি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন