আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
আর জি করের ঘটনার এক বছর পূর্ণ হওয়ার দিনে, কালীঘাট অভিযানের ডাক দিয়েছে ‘অভয়া মঞ্চ’। ৯ অগস্ট বিকেলে সেই কর্মসূচির প্রস্তুতি হিসেবে শুক্রবার মৌলালি যুব কেন্দ্রের সভাগৃহে গণকনভেশনের আয়োজন করেছিল তারা। যোগ দিয়েছিল ৫০টি গণ-সংগঠন। ‘এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার’ শীর্ষক ওই কনভেনশন থেকে দাবি তোলা হয়, সিবিআইকে ন্যায্য বিচার করতে হবে। মূল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং মুখ্যমন্ত্রী ও কলকাতার তৎকালীন নগরপালকে তদন্তের আওতায় আনতে হবে।
বলা হয়েছে, ওই দিন কলকাতা লাগোয়া জেলাগুলি থেকে আসা মানুষজন বিকেল ৪টেয় হাজরা মোড়ে জমায়েত করে ‘কালীঘাট চলো’ কর্মসূচি শুরু করবেন। রাখি উপলক্ষে সরকারি অফিস ছুটি থাকায় যাওয়া হবে কালীঘাটে মুখ্যমন্ত্রীর নিজস্ব অফিসে। ১৪ অগস্ট ফের ‘রাত দখলের ডাক’ দিয়েছে মঞ্চ। ৯টা থেকে ১২টা পর্যন্ত রাস্তায় থেকে প্রতিবাদ হবে। ১২টার পরে জাতীয় পতাকা উত্তোলন করে সমাপ্তি হবে কর্মসূচির।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে