by election

Abhishek Banerjee: কোথাও বিজয় উৎসব নয়, বিপুল জয়ের পর তৃণমূল কর্মীদের নির্দেশ নেতা অভিষেকের

মঙ্গলবার চারটি কেন্দ্রে তৃণমূলের বিপুল জয়ের বিষয়টি স্পষ্ট হয়ে যাওয়ার পরেই অভিষেক ওই নির্দেশ দিয়েছেন বলে দলীয় সূত্রের খবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২১ ১৪:৫১
Share:

অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

চার বিধানসভা কেন্দ্রে বিপুল জয়ের পর দলীয় কর্মীরা যাতে বিজয় মিছিল না-করেন, সেই মর্মে স্পষ্ট নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার চারটি কেন্দ্রে তৃণমূলের বিপুল জয়ের বিষয়টি স্পষ্ট হয়ে যাওয়ার পরেই অভিষেক ওই নির্দেশ দিয়েছেন বলে দলীয় সূত্রের খবর। সেই মর্মে প্রতিটি কেন্দ্রেই বার্তাও পৌঁছে দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের দিনহাটার পাশাপাশি নদিয়ার শান্তিপুর, উত্তর ২৪ পরগনার খড়দহ এবং দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় বিশাল ভোটে জিতেছেন শাসক তৃণমূলের প্রার্থীরা। গণনা শুরুর পর দলের প্রার্থীরা বিশাল ব্যবধানের দিকে এগোতেই দিকে দিকে তৃণমূল কর্মীদের মধ্যে উল্লাস ধরা পড়েছে। তাঁরা একদিকে যেমন সবুজ আবির খেলা শুরু করেছেন, তেমন চড়াগলায় স্লোগানও দিতে শুরু করেছেন।

Advertisement

ঠিক সেই সময়েই অভিষেকের নির্দেশ। যেখানে তিনি বলেছেন, বিজয় উৎসব বা উল্লাস যেন না করা হয়। পাশাপাশিই, খড়দহের বিজয়ী প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী প্রবীণ শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, ‘‘আমাদের উল্লাস যেন কারও কাছে বিপদের কারণ না হয়!’’

কেন দলীয় নেতৃত্ব এমন নির্দেশ দিলেন, তা নিয়ে খুব বিশ্লেষণের দরকার আছে বলে মনে করছেন না শাসক শিবিরের প্রবীণ নেতারা। তাঁদের বক্তব্য, বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর বিরোধী বিজেপি বারবারই জয়ী তৃণমূলের বিরুদ্ধে ‘ভোট পরবর্তী হিংসা’র অভিযোগ তুলেছে। সেই অভিযোগে কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা রাজ্যে তদন্তে এসেছেন। শেষপর্যন্ত কলকাতা হাইকোর্টের রায়ে ‘ভোট পরবর্তী হিংসা’র ঘটনাগুলি নিয়ে সিবিআই তদন্ত হচ্ছে। সেই তদন্ত শুরুও হয়ে গিয়েছে। তৃণমূলের প্রবীণ নেতাদের একাংশের বক্তব্য, সেই কারণেই চারটি কেন্দ্রে উপনির্বাচনে বিপুল জয়ের পর ‘সতর্ক’ থাকতে চাইছে দল। অভিষেকের নির্দেশ তারই অঙ্গ। কারণ, সাধার‌ণত বিজয় মিছিল বা বিজয় উৎসব থেকেই বিরোধীদলের নেতা-কর্মীদের উপর হামলা বা বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে থাকে। বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পরেও তেমনই হয়েছিল বলে অভিযোগ।

Advertisement

ফলে এ বার তৃণমূলের শীর্ষ নেতৃত্ব শুরু থেকেই বিষয়টি নিয়ে সাবধানতা অবলম্বন করতে চেয়েছেন। কারণ, প্রতিটি আসনেই বিশাল ব্যবধানে জয় পেয়েছে শাসকদল। যা উৎসাহী নেতা-কর্মীদের ‘অত্যুৎসাহী’ করে তুলতে যথেষ্ট। সেই অত্যুৎসাহেই রাশ টানতে চেয়েছেন অভিষেক, শোভনদেবরা। অন্য নেতারাও দলের সাধারণ কর্মী-সমর্থকদের কাছে তেমনই বার্তা দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন