Abhishek Banerjee

আগামী বছরের শুরুতেই বিধানসভা ভোট! ১৭ নভেম্বর মেঘালয়ে যেতে পারেন অভিষেক

এ বার অভিষেকের কর্মসূচি হতে পারে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়ে। সব ঠিকঠাক থাকলে আগামী ১৭ নভেম্বর শিলং যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২২ ১৫:৫৬
Share:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

আমেরিকা থেকে চোখের চিকিৎসা সেরে কিছু দিন বিশ্রামের পরেই নিজের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবারই অংশ নিয়েছিলেন নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারের বিজয়া সম্মিলনীতে। আর এ বার তাঁর কর্মসূচি হতে পারে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়ে। সব ঠিকঠাক থাকলে আগামী ১৭ নভেম্বর শিলং যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামী বছর ফেব্রুয়ারি মাসে উত্তর-পূর্বাঞ্চলের দুই রাজ্য ত্রিপুরা ও মেঘালয়ে বিধানসভা নির্বাচন। বহু আগেই এই দুই রাজ্যে ভোটে অংশ নেওয়ার কথা ঘোষণা করেছে বাংলার শাসকদল তৃণমূল। সেই কারণেই অভিষেকের শিলং সফর বলে খবর। বর্তমানে মেঘালয় বিধানসভার বিরোধী দলনেতার পদে রয়েছেন তৃণমূল নেতা মুকুল সাংমা। কংগ্রেস ভেঙে তৃণমূলে যোগদান করেছেন মুকুল-সহ একঝাঁক নেতা-বিধায়ক। তার পর শিলংয়ে গিয়ে রাজ্যের সদর কার্যালয়ের উদ্বোধনও করে এসেছেন অভিষেক। আর কয়েক মাস পরেই বিধানসভা ভোট। তাই তার আগের প্রস্তুতি দেখতে শিলং যেতে পারেন তিনি।

Advertisement

পাশাপাশি, ত্রিপুরার ভোটেও নজর রাখছে তৃণমূল। ত্রিপুরার দায়িত্বে রয়েছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানেও যাওয়ার জন্য অভিষেককে আমন্ত্রণ জানিয়েছেন ত্রিপুরা তৃণমূলের নেতারা। তাই মেঘালয়ের পর আগরতলা সফরেও যেতে পারেন তিনি। তবে সেই সফরের সূচি এখনও তৈরি হয়নি বলেই খবর। পশ্চিমবঙ্গে তৃতীয় বার জয়ের পরেই ভিন্‌রাজ্যে রাজনীতি করতে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন অভিষেক। সেই রণনীতিতেই গোয়া বিধানসভার নির্বাচনে প্রার্থীও দিয়েছিল তৃণমূল। তাতে সফল না হলেও, নিজেদের লক্ষ্যে এখনও অবিচল ডায়মন্ড হারবারের সাংসদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন