Abhishek Banerjee in Seoul

রবি ঠাকুরের সঙ্গে কোরিয়ার সম্পর্ক সোলের সভায় স্মরণ করালেন সাংসদ অভিষেক, পাক-সন্ত্রাস নিয়েও দিলেন বার্তা

অপরেশন সিঁদুরের সাফল্যের পর প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের প্রকৃত চেহারা তুলে ধরতে দক্ষিণ কোরিয়ায় রয়েছে ভারত সরকারের একটি প্রতিনিধিদল। তার সদস্য হিসাবে বক্তৃতা করতে গিয়ে রবীন্দ্রনাথের কবিতার কথা উল্লেখ করেছেন অভিষেক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ২০:৪৯
Share:

দক্ষিণ কোরিয়ার সোলের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজস্ব ছবি।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক বোঝাতে গিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতায় উঠে এল রবি ঠাকুরের লেখনী প্রসঙ্গ। রবিবার সোলে আয়োজিত ভারতীয় প্রতিনিধিদলের সভায় বক্তৃতা করতে গিয়ে কবিগুরুর কথা বললেন তিনি। অপারেশন সিঁদুরের সাফল্যের পর প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের প্রকৃত চেহারা তুলে ধরতে দক্ষিণ কোরিয়ায় রয়েছে ভারত সরকারের একটি প্রতিনিধিদল। তার সদস্য হিসাবে বক্তৃতা করতে গিয়ে রবীন্দ্রনাথের কবিতার কথা উল্লেখ করেছেন অভিষেক।

Advertisement

তিনি বলেন, ‘‘আমার বক্তব্যে আমি বিশেষ ভাবে উল্লেখ করেছি কোরিয়ানদের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের গভীর সাংস্কৃতিক সংযোগের কথা। তাঁর কালজয়ী কবিতা ‘দ্য ল্যাম্প অফ দ্য ইস্ট’ আজও কোরিয়ানদের হৃদয়ে এক বিশেষ স্থান অধিকার করে আছে। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে এই কবিতাটি আজও কোরিয়ার স্কুলে পড়ানো হয় এবং তাদের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত, যা আমাদের দুই জাতির মধ্যে বিদ্যমান চিরন্তন আধ্যাত্মিক ও সভ্যতাগত বন্ধনের প্রকৃষ্ট নিদর্শন।’’

পরে নিজের কথা সমাজমাধ্যমে তুলেও ধরেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি লিখেছেন, ‘‘ভারতের সর্বদলীয় প্রতিনিধিদলের অংশ হিসেবে আমরা সোলে আমাদের প্রথম দিনের কর্মসূচি শুরু করেছি ভারতীয় রাষ্ট্রদূত অমিত কুমারের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে। তিনি আমাদের কোরিয়া সংক্রান্ত কর্মপরিকল্পনার রূপরেখা উপস্থাপন করেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে ভারতের অটল অঙ্গীকারের কথা জোর দিয়ে বলেছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement