Abhishek Banerjee

হঠাৎই কলকাতা হাই কোর্টে হাজির তৃণমূল সাংসদ অভিষেক! কারণ কী?

আচমকাই কলকাতা হাই কোর্টে তৃণমূল সাংসদ তথা শাসকদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সকাল পৌনে ১১টায় হাই কোর্টে যান তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৫ ১২:৫৭
Share:

কলকাতা হাই কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

আচমকাই কলকাতা হাই কোর্টে তৃণমূল সাংসদ তথা শাসকদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

সোমবার সকাল পৌনে ১১টায় হাই কোর্টে যান অভিষেক। আদালত সূত্রে খবর, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ইলেকশন পিটিশন মামলায় হলফনামা জমা দিতে উচ্চ আদালতে গিয়েছেন তিনি।

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নির্বাচনকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। তাঁর অভিযোগ, সেখানকার নির্বাচনে বুথ দখল এবং ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। এর আগে ওই মামলায় অভিষেকের বক্তব্য জানতে চেয়েছিল আদালত।

Advertisement

কিন্তু অভিযোগ, অভিষেক সেই নির্দেশ কার্যকর করেননি। এর জন্য বিচারপতি সৌগত মজুমদার অভিষেককে পাঁচ হাজার টাকা জরিমানা করারও হুঁশিয়ারি দিয়েছিলেন। বলেছিলেন, আগামী ২৮ অগস্টের মধ্যে নিজের বক্তব্য লিখিত আকারে জমা দিতে হবে। তা না হলে আদালত এক পক্ষের বক্তব্যের ভিত্তিতে শুনানি চালিয়ে নিয়ে যাবে। আদালত সূত্রে খবর, সেই কারণেই সোমবার হাই কোর্টে যান অভিষেক। মামলার পরবর্তী শুনানি ৪ সেপ্টেম্বর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement