কর্মবিরতি যাদবপুরে

বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পুনর্নিয়োগ বন্ধের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দু’টি শিক্ষক সংগঠন জুটা ও আবুটা। ওই সিদ্ধান্তের প্রতিবাদে আবুটা মঙ্গলবার যাদবপুরে কর্মবিরতি পালন করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৬ ০১:৩৬
Share:

বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পুনর্নিয়োগ বন্ধের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দু’টি শিক্ষক সংগঠন জুটা ও আবুটা। ওই সিদ্ধান্তের প্রতিবাদে আবুটা মঙ্গলবার যাদবপুরে কর্মবিরতি পালন করে। নিজেদের আন্দোলনের রূপরেখা কী হবে, আজ, বুধবার সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সেটা স্থির করবে জুটা। ওই সংগঠনের সাধারণ সম্পাদিকা নীলাঞ্জনা গুপ্ত জানান, তাঁরা পুনর্নিয়োগ রদের সিদ্ধান্ত মানবেন না। আন্দোলনে নেমেছে ওয়েবকুটাও। শিক্ষামন্ত্রী গত সপ্তাহে পুনর্নিয়োগ সাময়িক ভাবে বন্ধের সিদ্ধান্ত ঘোষণার পরেই তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শিক্ষা শিবিরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement