State news

জলপাইগুড়ি এবং গাইঘাটার কলেজের দখল নিল এবিভিপি

বেশ কয়েকবছর ধরেই রাজ্যের কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। নির্বাচন ছাড়াই রাজ্যের বেশিরভাগ কলেজ দখলে রেখেছিল তৃণমূল ছাত্র পরিষদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০১৯ ০৪:২৫
Share:

কলেজের দখল নিয়েছে এবিভিপি। —নিজস্ব চিত্র।

উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে বেশ কিছু ছাত্র সংসদের দখল নিল সঙ্ঘ পরিবারের ছাত্র সংসদ এবিভিপি।

Advertisement

বেশ কয়েকবছর ধরেই রাজ্যের কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। নির্বাচন ছাড়াই রাজ্যের বেশিরভাগ কলেজ দখলে রেখেছিল তৃণমূল ছাত্র পরিষদ। এ বার সেগুলোরই বেশ কিছু এবিভিপির দখলে চলে এসেছে বলে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার দাবি।

তিনি জানান, জলপাইগুড়ির সুকান্ত মহাবিদ্যালয়, উত্তর ২৪ পরগনার গাইঘাটা ন’হাটা কলেজ সহ বেশ কিছু কলেজ সঙ্ঘ পরিবারের দখলে বর্তমানে।

Advertisement

এ বিষয়ে রাজ্য বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা বলেন, ‘‘আগামী কয়েক সপ্তাহে আরও অনেক কলেজে ছাত্র সংসদের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে আসবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement