College Admission

নির্বাচনের পরেই অভিন্ন পোর্টালে ভর্তি নিয়ে তৎপরতা

বৃহস্পতিবার এই ভর্তি প্রক্রিয়ার বিধি নিয়ে সংশ্লিষ্টদের অনলাইন বৈঠক হয়। এক জন পড়ুয়া এই পোর্টালের মাধ্যমে এক থেকে ২৫টি পর্যন্ত আবেদন করতে পারবেন বলে সেখানে ঠিক হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুন ২০২৪ ০৬:৫৫
Share:

—প্রতীকী ছবি।

রাজ্যের সিংহভাগ কলেজের স্নাতকের প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া আগামী সপ্তাহে শুরু হবে বলে উচ্চ শিক্ষা দফতর সূত্রের খবর। অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র শংসাপত্র নিয়ে কলকাতা হাই কোর্টের সাম্প্রতিক নির্দেশের বিষয়টিকে এই ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে না বলেই সূত্রের খবর।

Advertisement

উল্লেখ্য, এই ভর্তি প্রক্রিয়া হবে রাজ্যের উচ্চ শিক্ষা সংসদের তত্ত্বাবধানে। বৃহস্পতিবার এই ভর্তি প্রক্রিয়ার বিধি নিয়ে সংশ্লিষ্টদের অনলাইন বৈঠক হয়। এক জন পড়ুয়া এই পোর্টালের মাধ্যমে এক থেকে ২৫টি পর্যন্ত আবেদন করতে পারবেন বলে সেখানে ঠিক হয়েছে।

ভর্তির ফি কলেজের পরিবর্তে জমা দিতে হবে উচ্চ শিক্ষা সংসদের নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে। পড়ুয়ারা এক কলেজে ভর্তি হয়ে পরবর্তী ক্ষেত্রে অন্য কলেজে ভর্তি হতে পারবেন। এ ক্ষেত্রে যদি আগের কলেজে ভর্তির ফি বেশি থাকে, তা হলে পরের কলেজে ভর্তি হয়ে অতিরিক্ত টাকা ফেরত পাবেন। ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হলে সেই টাকা তিনি ফেরত পাবেন।

Advertisement

আগের মতোই কলেজের ক্লাস শুরুর প্রথম দিন পড়ুয়াদের যাবতীয় তথ্য যাচাই করা হবে। তার আগে পড়ুয়াদের কলেজে যাওয়ার কোনও প্রয়োজন নেই বলেও ঠিক হয়েছে। যদি নথি সঠিক না হয়, তা হলে কলেজেরই দায়িত্ব ওই পড়ুয়ার ভর্তি বাতিল করে উচ্চ শিক্ষা সংসদে জানিয়ে দেওয়ার।

তবে ওবিসি শংসাপত্রের বিষয়টি নিয়ে উচ্চ শিক্ষা দফতর কোনও নির্দেশ এখনও দেয়নি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে কলা ও বিজ্ঞান বিভাগে ভর্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। সেখানকার অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে জানিয়েছেন, উচ্চ শিক্ষা দফতর থেকে এখনও নির্দিষ্ট নির্দেশ আসেনি। শান্তা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের হোম সায়েন্স-সহ যে সব নিজস্ব স্নাতক পাঠ্যক্রম রয়েছে, সেগুলি-সহ এমটেক-এর ভর্তির বিজ্ঞপ্তি তাঁরা বর্তমানে যে বিধি রয়েছে সেই মাফিকই দিয়ে দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement