Siliguri court

কোর্ট চত্বর থেকে ‘উধাও’ হয়ে গিয়েছিলেন আসামি! নেপাল সীমান্ত থেকে ধরে আনল শিলিগুড়ি পুলিশ

আদালত চত্বর থেকে মুহূর্তের মধ্যে উধাও হয়ে গিয়েছিলেন আসামি। নজর এড়িয়ে কখন যে তিনি পালিয়ে গিয়েছিলেন, কেউ বুঝতেই পারেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০৭
Share:

—প্রতীকী চিত্র।

আদালত চত্বর থেকে মুহূর্তের মধ্যে উধাও হয়ে গিয়েছিলেন আসামি। নজর এড়িয়ে কখন যে তিনি পালিয়ে গিয়েছিলেন, কেউ বুঝতেই পারেননি। শনিবার ওই ঘটনার ২৪ ঘণ্টা পর সেই আসামিকে নেপাল সীমান্ত থেকে ধরে আনল শিলিগুড়ি পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রের খবর, আসামির নাম বিকাশ কার্কী। মদ খেয়ে অশান্তি করার অভিযোগে শুক্রবার শিলিগুড়ি মহকুমা পরিষদের খড়িবাড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৯২ ধারায় মামলা রুজু হয়েছিল। শনিবার তাঁকে আদালতে হাজির করানো হচ্ছিল। তাঁর সঙ্গে হাজির করানো হচ্ছিল আরও সাত জনকে। আদালতে কাগজ জমা দেওয়ার সময়েই দুই র‌্যাফকর্মীর চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছিলেন বিকাশ।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি-সহ অন্যান্য পুলিশ আধিকারিক। খতিয়ে দেখা হয় আদালত চত্বরের সিসিটিভি ফুটেজ। এর পরেই শিলিগুড়ি পানিট্যাঙ্কির সীমান্ত থেকে গ্রেফতার করা হয় বিকাশকে।

Advertisement

পুলিশ সুত্রে খবর, বিশেষ দল গঠন করা হয়েছিল। রবিবার থেকেই তল্লাশি শুরু হয়। অবশেষে সন্ধ্যায় হাতে আসেন বিকাশ। পুলিশের অনুমান, ওই আসামি নেপালে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

দার্জিলিং জেলা অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় বলেন, ‘‘পালিয়ে যাওয়া আসামিকে আমরা ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে নির্দিষ্ট মামলা করা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement