ভোটে খরচে শিখরে দেব 

ভোটে কে কত খরচ করলেন তার হিসেব দিতে হয় নির্বাচন কমিশনে।

Advertisement

বরুণ দে

মেদিনীপুর শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৯ ০০:২২
Share:

ভোটের মাঠে কে কত খরচ করলেন!

Advertisement

নির্বাচন কমিশন সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুরের দুই কেন্দ্রের (মেদিনীপুর এবং ঘাটাল) ১৬ জন প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি খরচ করেছেন তৃণমূলের দীপক অধিকারী ওরফে দেব। দেবের পিছনে রয়েছেন বিজেপির দিলীপ ঘোষ, তৃণমূলের মানস ভুঁইয়া, বিজেপির ভারতী ঘোষ।

ভোটে কে কত খরচ করলেন তার হিসেব দিতে হয় নির্বাচন কমিশনে। তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, ‘‘দলের প্রার্থীরা হিসেব দিয়ে দিয়েছেন।’’ একই বক্তব্য বিজেপির জেলা সভাপতি শমিত দাশ, কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন খানের। কমিশনের এক সূত্রও মানছেন, পশ্চিম মেদিনীপুরের দুই কেন্দ্রের ১৬ জন প্রার্থীর হিসেবই জমা পড়েছে।

Advertisement

প্রশাসনের এক সূত্র মনে করিয়ে দিচ্ছে, ভোটের খরচে নজরদারি চালানোর জন্য এ বারও ‘এক্সপেনডিচার অবজার্ভার’ নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। প্রার্থীদের খরচে নজরদারি রাখতে কিছু ব্যবস্থাও নেওয়া হয়েছিল। কমিশন জানিয়েছিল, এ বার একজন প্রার্থী সর্বোচ্চ ৭০ লক্ষ টাকা খরচ করতে পারবেন। প্রচারের খরচের হিসেব শুধুমাত্র প্রার্থীর খরচ বলেই গণ্য হবে। দলের খরচ হিসেবে দেখানো যাবে না। কোথাও একলপ্তে ১০ লক্ষ টাকা জমা পড়লেই নির্বাচন কমিশনের নজরদারিতে চলে এসেছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কোথাও টাকা উদ্ধারের ঘটনা ঘটলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নিয়েছেন ‘এক্সপেনডিচার অবজার্ভার’। কমিশনের এক সূত্র জানাচ্ছে, কোন দল কোথায় কী কর্মসূচি করেছে, সেই কর্মসূচিতে কত খরচ হয়েছে, সে সবই নজরে রাখা হয়েছিল।

কার কত খরচ

দীপক অধিকারী (দেব)
৬২ লক্ষ ৫১ হাজার ৯৭১
দিলীপ ঘোষ
৬০ লক্ষ ২৬ হাজার ২২৬
মানস ভুঁইয়া
৫৮ লক্ষ ৬৪ হাজার ১১৫
ভারতী ঘোষ
৫২ লক্ষ ৬১ হাজার ৫৯৮
শম্ভুনাথ চট্টোপাধ্যায়
২৫ লক্ষ ৩৪ হাজার ৩০০
তপন গঙ্গোপাধ্যায়
২০ লক্ষ ৫৫ হাজার ৫৩৫
মহম্মদ সাইফুল
১৯ লক্ষ ৫৩ হাজার ৬৮৬
বিপ্লব ভট্ট
১৫ লক্ষ ২৮ হাজার ২১০

(সূত্র: নির্বাচন কমিশন)

মেদিনীপুর কেন্দ্রে ৯ জন প্রার্থী ছিলেন। ঘাটাল কেন্দ্রে ৭ জন প্রার্থী ছিলেন। কমিশন সূত্রে খবর, প্রার্থীরা খরচের যে হিসেব জমা দিয়েছেন, তা থেকে দেখা গিয়েছে, এই ১৬ জন প্রার্থীর মধ্যে কারও খরচই কমিশনের বেঁধে দেওয়া ঊর্ধ্বসীমা ছাড়ায়নি। সবচেয়ে বেশি খরচ করেছেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। ভোটে তাঁর খরচ হয়েছে ৬২ লক্ষ ৫১ হাজার ৯৭১ টাকা। মেদিনীপুরের তৃণমূল প্রার্থী দিলীপ ঘোষের খরচ হয়েছে ৬০ লক্ষ ২৬ হাজার ২২৬ টাকা। মেদিনীপুরের তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়ার খরচ হয়েছে ৫৮ লক্ষ ৬৪ হাজার ১১৫ টাকা। ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ ভোটে খরচ করেছেন ৫২ লক্ষ ৬১ হাজার ৫৯৮ টাকা। ঘাটালের কংগ্রেস প্রার্থী মহম্মদ সাইফুল খরচ করেছেন ১৯ লক্ষ ৫৩ হাজার ৬৮৬ টাকা। ঘাটালের বাম প্রার্থী তপন গঙ্গোপাধ্যায় খরচ করেছেন ২০ লক্ষ ৫৫ হাজার ৫৩৫ টাকা। মেদিনীপুরের কংগ্রেস প্রার্থী শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের খরচ হয়েছে ২৫ লক্ষ ৩৪ হাজার ৩০০ টাকা। মেদিনীপুরের বাম প্রার্থী বিপ্লব ভট্টের খরচ হয়েছে ১৫ লক্ষ ২৮ হাজার ২১০ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন