Mamata Banerjee

গ্রামীণ সম্পদ কর্মীদের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি

মাসের বেতন অন্তত ১৫ হাজার টাকা করার যে দাবি ওই কর্মীরা করে আসছেন, তা গুরুত্ব দিয়ে বিবেচনা করার আর্জি মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছেন অধীরবাবু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২১ ১০:৩০
Share:

ফাইল চিত্র।

রাজ্যের গ্রামীণ সম্পদ কর্মীদের (ভিআরপি) বেতন বাড়ানোর দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। একশো দিনের কাজ, প্রধানমন্ত্রী অন্ত্যোদয় যোজনার মতো সামাজিক প্রকল্পের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে গ্রামীণ সম্পদ কর্মীদের। চিঠিতে অধীরবাবু লিখেছেন, এখন রাজ্যে মশাবাহিত রোগের পরিস্থিতিতে নজরদারি চালিয়ে তথ্য দেওয়ার কাজে লাগানো হচ্ছে ওই কর্মীদের। রাজ্যে প্রায় ২৫ হাজার গ্রামীণ সম্পদ কর্মী রয়েছেন। কিন্তু মাসিক পাঁচ হাজার ২৫০ টাকা বেতনে তাঁদের পক্ষে সুস্থ ভাবে বেঁচে থাকা অসম্ভব। মাসের বেতন অন্তত ১৫ হাজার টাকা করার যে দাবি ওই কর্মীরা করে আসছেন, তা গুরুত্ব দিয়ে বিবেচনা করার আর্জি মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছেন অধীরবাবু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement