(বাঁ দিকে) মমতা বন্দ্যোপাধ্যায় এবং অধীর চৌধুরী (ডান দিকে)। — ফাইল চিত্র।
কয়েক দিন পরেই মুর্শিদাবাদ সফরে বহরমপুরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর ওই সফরের আগে বহরমপুর পুরসভা পরিচালিত স্কুলের চতুর্থ শ্রেণির দুই মহিলা কর্মীর দুর্দশার কথা ফের মুখ্যমন্ত্রীর নজরে আনলেন প্রাক্তন সাংসদ ও কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী। মুখ্যমন্ত্রীকে রবিবার চিঠি দিয়ে তিনি মনে করিয়ে দিয়েছেন, গত লোকসভা নির্বাচনের পরেই শিবানী সাহা ও গীতা চৌধুরী নামে ওই দুই কর্মীর বেতন বন্ধ করা হয়েছিল। পুর কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনলেও লোকসভা নির্বাচনে কংগ্রেসকে সমর্থনই তাঁদের হেনস্থার আসল কারণ বলে প্রাক্তন সাংসদের দাবি। কলকাতা হাই কোর্ট তার পরে দুই কর্মীকে কাজে বহাল ও বেতন মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও পুরসভা কর্তৃপক্ষের তরফে শিবানী ও গীতার বিরুদ্ধে ‘পকসো’ ধারায় মামলা করা হয়েছে। চিঠিতে অধীরের অভিযোগ, শিশুদের জোর করে ভুল সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছে এবং মামলা লম্বা করতে সব রকম ভাবে প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করা হচ্ছে। চরম আর্থিক সঙ্কটে দুই কর্মী কর্তৃপক্ষের সাহায্য চাইতে গেলে তাঁদের ‘অশালীন ও অনৈতিক সমঝোতা’র প্রস্তাব দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর কাছে অধীরের আবেদন, ‘‘ফের স্মরণ করিয়ে দিলাম, বহরমপুরে এসে তিনি দুই মহিলার বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারে হস্তক্ষেপ করলে দু’টি পরিবার সর্বনাশের হাত থেকে রক্ষা পেতে পারে।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে