Adhir Ranjan Chowdhury

মুখ্যমন্ত্রীর কাছে অধীরের আর্জি

জেলাশাসকের দফতর থেকে বিযয়টি পাঠানো হয়েছিল স্বাস্থ্য ভবনের কাছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০২১ ০৪:৪১
Share:

ফাইল চিত্র।

সাংসদ তহবিলের আগেকার টাকায় মুর্শিদাবাদ জেলা হাসপাতালের জন্য একটি মেডিক্যাল অক্সিজেন প্ল্যান্ট এবং ওই জেলার রোগীদের ব্যবহারের জন্য দু’টি ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুল্যান্স কেনার প্রস্তাব দিয়ে জেলাশাসককে চিঠি দিয়েছিলেন বহরমপুরের সাংসদ ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। জেলাশাসকের দফতর থেকে বিযয়টি পাঠানো হয়েছিল স্বাস্থ্য ভবনের কাছে। কিন্তু তার নিষ্পত্তি এখনও হয়নি। এ বার এই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিলে অধীরবাবু। তাঁর আর্জি, কোভিড পরিস্থিতিতে বিষয়টির প্রয়োজনীয়তা মাথায় রেখে স্বাস্থ্য ভবনকে দ্রুত সক্রিয় হওয়ার নির্দেশ দিন মুখ্যমন্ত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement