ভর্তি-দোটানায় কিছু কলেজ

লেডি ব্রেবোর্ন কলেজের অধ্যক্ষা শিউলি সরকার জানান, সোমবার ভর্তির প্রক্রিয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। সিটি কলেজের অধ্যক্ষ শীতল প্রসাদের বক্তব্য, ৫০০ আসন ভরতে ফের ভর্তি প্রক্রিয়া চালু তো করতেই হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ জুলাই ২০১৮ ০৫:৩২
Share:

ভর্তি নিয়ে বিক্ষোভ। ফাইল চিত্র

কলেজে প্রথম বর্ষে ভর্তির সময়সীমা বেড়েছে। কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত কলকাতার অনেক কলেজই ভর্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। কয়েকটি কলেজে আজ, শুক্রবার ফের ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে।

Advertisement

বিবেকানন্দ কলেজ ফর উইমেনের অধ্যক্ষা সোমা ভট্টাচার্য জানান, তাঁর প্রতিষ্ঠানে শুক্রবার থেকে আবার অনলাইনে ফর্ম পূরণ করা যাবে। কিন্তু তার পরেও যে সব শূন্য আসন ভরে যাবে, ততটা আশা করতে পারছেন না তিনি। তাঁর বক্তব্য, ২০১৫ সালের পর থেকে ভর্তি প্রক্রিয়ায় সংরক্ষণের যে-নীতি নেওয়া হচ্ছে, তার ফলেই আসন ফাঁকা থাকছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে ৪০ হাজার আসন ফাঁকা। সোমাদেবীর মতে, মোট শূন্য পদের ৪৮ শতাংশই সংরক্ষিত। কিন্তু সংরক্ষিত পদে অত পড়ুয়াই নেই। ফলে সাধারণ পদের অধিকাংশ পূরণ হয়ে গেলেও সংরক্ষিত আসন ফাঁকা পড়ে থাকে। আর্থিক দুর্নীতির চক্র এই সুযোগকে কাজে লাগিয়ে পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়ায় বলে অভিযোগ। লেডি ব্রেবোর্ন কলেজের অধ্যক্ষা শিউলি সরকার জানান, সোমবার ভর্তির প্রক্রিয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। সিটি কলেজের অধ্যক্ষ শীতল প্রসাদের বক্তব্য, ৫০০ আসন ভরতে ফের ভর্তি প্রক্রিয়া চালু তো করতেই হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন