ছাত্রের অপমৃত্যুতে বিক্ষোভ

রাজধানী এক্সপ্রেসে দিল্লি যাওয়ার পথে সিটি কলেজের এক ছাত্রের অপমৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। খুনের অভিযোগ তুলে মৃতের পরিবার ও পড়শিরা শুক্রবার একটি স্বেচ্ছাসেবী সংস্থার তিন কর্মীকে টালিগঞ্জের এক ক্লাবে আটকে রেখে বিক্ষোভ দেখান।

Advertisement
শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৪৮
Share:

রাজধানী এক্সপ্রেসে দিল্লি যাওয়ার পথে সিটি কলেজের এক ছাত্রের অপমৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। খুনের অভিযোগ তুলে মৃতের পরিবার ও পড়শিরা শুক্রবার একটি স্বেচ্ছাসেবী সংস্থার তিন কর্মীকে টালিগঞ্জের এক ক্লাবে আটকে রেখে বিক্ষোভ দেখান। বিশাল বাহিনী নিয়ে তিন কর্মীকে বার করে আনতে গিয়ে বাধা পায় পুলিশ। খুনের অভিযোগ দায়ের করে তদন্তের আশ্বাস দিলে ওই তিন জনকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ জানায়, ওই ছাত্রের নাম রোশনকুমার সিংহ। একটি সম্মেলনের জন্য সোমবার তিনি ওই সংস্থার তিন কর্মীর সঙ্গে দিল্লি যাচ্ছিলেন। মঙ্গলবার সংস্থার তরফে রোশনের বাবা সুবোধ সিংহকে ফোনে জানানো হয়, তাঁর ছেলে চলন্ত ট্রেনের ভেস্টিবিউলের ফাঁক দিয়ে পড়ে মারা গিয়েছেন। রোশনের দেহ বাড়িতে আনা হয়। পরিবারের অভিযোগ, স্বেচ্ছাসেবী সংস্থার বক্তব্যে অসঙ্গতি আছে। এ দিন সংস্থার অন্য তিন কর্মীকে আটকে প্রকৃত ঘটনা জানাতে বলা হয়। কিন্তু তাঁরা মুখ খোলেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement