State News

ভাঙড় আন্দোলনের নেতা অলীক গ্রেফতার ভুবনেশ্বরে

ভুবনেশ্বর থেকে গ্রেফতার ভাঙড় আন্দোলনের নেতা অলীক চক্রবর্তী। সেখানে কলিঙ্গ হাসপাতালের সামনে থেকে তাঁকে গ্রেফতার করে বারুইপুর জেলা পুলিশের একটি বিশেষ দল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০১৮ ১৭:৫৭
Share:

অলীক চক্রবর্তী। —ফাইল চিত্র।

ওড়িশার ভুবনেশ্বর থেকে গ্রেফতার ভাঙড় আন্দোলনের নেতা অলীক চক্রবর্তী। সেখানে কলিঙ্গ হাসপাতালের সামনে থেকে তাঁকে গ্রেফতার করে বারুইপুর জেলা পুলিশের একটি বিশেষ দল।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে তাঁরা খবর পেয়েছিলেন যে অলীক চক্রবর্তী ভাঙড়ের মাছিভাঙা থেকে বেরিয়ে অন্য কোথাও যাচ্ছেন। সেই সূত্র ধরে অলীকের মোবাইল ফোন ট্র্যাক করা শুরু করে পুলিশ।

শেষ পর্যন্ত ভুবনেশ্বরে তাঁর মোবাইল টাওয়ার লোকেশন পাওয়া যায়। সেখানে পৌঁছয় বারুইপুর পুলিশের বিশেষ দল। সেখানেই বৃহস্পতিবার বিকেলে অলীকের হদিশ পান তাঁরা। তার বিরুদ্ধে ইউএপিএ-তে মামলা রয়েছে। বারুইপুর জেলা পুলিশের সুপার অরিজিৎ সিংহ বলেছেন, “অলীককে শুক্রবার ভুবনেশ্বর আদালতে তোলা হবে। সেখানে আমরা ট্রানজিট রিমান্ডের আবেদন জানাব। আদালত মঞ্জুর করলে তার পর রাজ্যে নিয়ে আসা হবে।”

Advertisement

আরও পড়ুন
‘আমার পোড়াকপাল’, বলছেন পুত্রবধূর হাতে লাঞ্ছিত মা যশোদা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement