জামিনে ছাড় পেলেন অলীক

পাওয়ার গ্রিড নিয়ে জট কাটাতে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। অলীকের জামিন সে অর্থে দু’পক্ষের মধ্যে বরফ গলার ইঙ্গিত বলে মনে করছে দু’পক্ষই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ভাঙড় শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৮ ০৪:৪৫
Share:

জামিনের পরে অলীক। বারুইপুর কোর্ট চত্বরে। ছবি: শশাঙ্ক মণ্ডল

৩৩টি মামলায় জামিন পেয়েছিলেন আগেই। মঙ্গলবার শেষ মামলাতেও বারুইপুর আদালত থেকে জামিন পেয়ে গেলেন ভাঙড়ে পাওয়ার গ্রিড আন্দোলনের অন্যতম মুখ, নকশাল নেতা অলীক চক্রবর্তী।

Advertisement

বারুইপুর আদালতের অতিরিক্ত জেলা বিচারক পরেশ কর্মকারের এজলাসে তৃণমূল নেতা আসিকুর রহমান ওরফে বাবুসোনা খুনের মামলার শুনানি ছিল এ দিন। ওই মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন অলীক। তাঁর আইনজীবী সোমনাথ মিস্ত্রি ও কল্যাণ চট্টোপাধ্যায় আদালতে জানান, তাঁদের মক্কেল গুরুতর অসুস্থ। নার্সিংহোমে চিকিৎসা চলছে। সমস্ত সাক্ষ্য-প্রমাণ দেখে বিচারক ১৫ হাজার টাকার বন্ডে অলীকের জামিন মঞ্জুর করেন। তবে আপাতত ভাঙ়ড়ে ঢোকার অনুমতি মেলেনি অলীকের।

পাওয়ার গ্রিড নিয়ে জট কাটাতে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। অলীকের জামিন সে অর্থে দু’পক্ষের মধ্যে বরফ গলার ইঙ্গিত বলে মনে করছে দু’পক্ষই। ভাঙড়ে জমি আন্দোলনের নেত্রী শর্মিষ্ঠা চৌধুরী বলেন, ‘‘এটা আন্দোলনেরই জয়। প্রশাসন যে আলোচনা শুরু করেছে, সেটাও আন্দোলনের যৌক্তিকতাই প্রমাণ করে।’’ ভাঙড়-সমস্যা সমাধানে সরকার শান্তিপূর্ণ আলোচনা চাইলে তাঁরাও এগিয়ে আসবেন বলে এ দিন জানান অলীক। ১ জুন অলীককে ভুবনেশ্বর থেকে গ্রেফতার করা হয়েছিল। রাষ্ট্রদ্রোহ (ইউএপিএ), খুন, সরকারি সম্পত্তি ভাঙচুর-সহ একাধিক মামলা ঝুলছিল তাঁর নামে। জামিনের পরে এ দিন বিকেলে অলীককে সইসাবুদের জন্য বারুইপুর আদালতে হাজির করানো হয়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন