উচ্চ মাধ্যমিকে কঠিন প্রশ্ন

উচ্চ মাধ্যমিকে পদার্থবিদ্যা ও রসায়নের প্রশ্ন কঠিন হয়েছে বলে অভিযোগ পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির। মঙ্গলবার এই নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে স্মারকলিপি দেয় তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৭ ০৩:০৭
Share:

উচ্চ মাধ্যমিকে পদার্থবিদ্যা ও রসায়নের প্রশ্ন কঠিন হয়েছে বলে অভিযোগ পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির। মঙ্গলবার এই নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে স্মারকলিপি দেয় তারা। সংগঠনের যুগ্ম সম্পাদক সৌগত বসু বলেন, ‘‘প্রশ্ন বেশ কঠিন হয়েছে। নম্বরের নিরিখে সিবিএসই বা সিআইএসসিই বোর্ডের পরীক্ষার্থীদের থেকে সংসদের পরীক্ষার্থীরা পিছিয়ে পড়বে।’’ সংসদের সভানেত্রী মহুয়া দাস জানান, জয়েন্ট এন্ট্রান্সে রাজ্যের পরীক্ষার্থীরা যাতে পিছিয়ে না-পড়ে, তাই ৫ থেকে ১০ শতাংশ প্রশ্ন ঘুরিয়ে দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement