BJP

সৌরভ বা শুভেন্দু? পদ্মের মুখ নিয়ে রহস্য বাড়ালেন অমিত

তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, “২০২১ সালের ভোটে জেতাটাই তো বিজেপির অলীক কল্পনা। তার পর হয়ত উনি টস করে ঠিক করবেন কে হবেন মুখ্যমন্ত্রী”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২০ ২১:২৭
Share:

সল্টলেকের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে অমিত শাহ।

বিজেপি ক্ষমতায় এলে কে হবেন মুখ্যমন্ত্রী? সৌরভ বা শুভেন্দু? কোন মুখকে সামনে রেখে বাংলায় বিধানসভা নির্বাচন লড়বে কেন্দ্রের শাসক দল? শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাংবাদিক বৈঠকে এটাই ছিল প্রধান প্রশ্ন। আর তার জবাবে স্পষ্ট উত্তর মিলল না। বরং, রহস্য জিইয়ে রাখলেন। অমিত বলেন, দু'টি নাম বলছেন কেন, তালিকা অনেক লম্বা।

Advertisement

ডান দিকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আর বাঁ দিকে কেন্দ্রীয় নেতা তথা রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। মাঝে বসে অমিত শাহ রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নিন্দা ‌আর কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের প্রশস্তি দিয়েই শুরু করেন সাংবাদিক বৈঠক। তবে সল্টলেকের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে (ইজেডসিসি)-তে সকলেরই আগ্রহ ছিল একটা উত্তর নিয়ে। কয়েক মাস পরেই রাজ্যে হতে চলা বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ কে হবেন? অনেক দিন ধরেই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিজেপি-যোগ নিয়ে জল্পনা রয়েছে বিভিন্ন মহলে। সম্প্রতি রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী পদের দাবিদার হতে পারেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। এ নিয়েই প্রশ্ন‌ের মুখে পড়েন অমিত। উত্তরে বলেন, “দু'টি নাম বলছেন কেন, তালিকা অনেক লম্বা। অনেকের সঙ্গেই নিয়মিত কথা চলছে।” তবে সেই লম্বা তালিকায় কারা রয়েছেন সেই ব্যাপারে কোনও ইঙ্গিতও দেননি তিনি। বলেন, সময় এলেই সব দেখা যাবে। এখনও তো ছ'মাস সময় আছে।

অমিতের এই মন্তব্যের পরে পরেই তৃণমূল ভবনে পাল্টা সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। তিনি বলেন, “২০২১ সালের ভোটে জেতাটাই তো বিজেপির অলীক কল্পনা। তার পর হয়ত উনি টস করে ঠিক করবেন কে হবেন মুখ্যমন্ত্রী।”

Advertisement

সাংবাদিক বৈঠকের পরে অমিত শাহর সঙ্গে দেখা করেন সদ্য খুন হওয়া টিটাগড়ের বিজেপি নেতা মনীশ শুক্লর বাবা। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন চন্দ্রশেখর শুক্ল।

তবে কি রাজ্যে কোনও মুখ ছাড়াই বিধানসভা নির্বাচন লড়বে বিজেপি? এমন ইঙ্গিতও মিলেছে অমিতের বক্তব্যে। তিনি বলেন, “গত পাঁচ-ছ'বছরে বিজেপি অনেক রাজ্যেই কোনও মুখ সামনে না রেখে জিতেছে। উত্তরপ্রদেশেই তো বিজেপি মুখ ছাড়া ৩০০-র বেশি আসন পেয়েছে।”

আরও পড়ুন: বিহারে ভোটের ফলের আগে লালুপ্রসাদের জামিন নয়, জানাল ঝাড়খণ্ড হাইকোর্ট

পদ্ম শিবিরের মুখ কে হবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে রাজ্য বিজেপির অন্দরেও। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এ দিন দলীয় বৈঠকে উপস্থিত নেতাদের সেই কৌতূহল দূর করতে অমিত বলেন, “মুখ্যমন্ত্রী কে হবে, সে সব নিয়ে ভাববেন না। আমাদের লক্ষ্য সোনার বাংলা এবং পরম বৈভবশালী ভারত গড়ে তোলা।” সাংবাদিক বৈঠকেও সেই স্বপ্ন দেখিয়েছেন। তিনি বলেন, “রাজ্যের মানুষ অনেক বছর কংগ্রেসকে, বারবার কমিউনিস্টদের, দু'বার তৃণমূলকে সুযোগ দিয়েছেন। এবার বিজেপিকে একটা সুযোগ দিন। পাঁচ বছরে সোনার বাংলা গড়ে দেব।”

আরও পড়ুন: রাজ্যে দৈনিক আক্রান্তকে ছাড়িয়ে গেল দৈনিক সুস্থতা, মৃত ৫৫

রাজ্য সফরে এসে বারবারই তিনি দুই তৃতীয়াংশ আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে বলে প্রত্যয় দেখিয়েছেন অমিত। এ দিনও তিনি বলেন, “ক্ষমতায় আমরা আসবই। লোকসভা ভোটের আগে যখন বলেছিলাম বাংলায় ২০টা আসন জিতব তখন অনেকে হেসেছিলেন। এবার আমি হাসব। বলে গেলাম, মিলিয়ে নেবেন। বাংলায় মমতা সরকারের পতন অনিবার্য।” তৃণমূল নেতৃত্ব অবশ্য অমিতের এই বক্তব্যকে 'দিবাস্বপ্ন' বলে কটাক্ষ করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন