Amit Shah

বোলপুরে পদযাত্রা করবেন শাহ: অনুপম

এ দিন বিশ্বভারতীর উপাচার্যের বাসভবন ‘পূর্বিতা’য় যান বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শান্তিনিকেতন শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ ০৪:২০
Share:

ছবি: পিটিআই।

বোলপুরে এসে অমিত শাহ পদযাত্রা করবেন বলে সাংবাদিক বৈঠকে জানালেন বিজেপি নেতা অনুপম হাজরা। রবিবারের ওই বৈঠকে অনুপম বলেন, ‘‘পদযাত্রা শেষে বক্তব্য রাখবেন অমিত শাহ। বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হবে।’’ কেন বোলপুর? অনুপমের কটাক্ষ, ‘‘যেখানে পিঁপড়ে বেশি সেখানেই ব্লিচিং পাউডার ছড়াতে হয়। তাই এখানেই পথসভা করবেন অমিত শাহ।’’ তবে, কোন পথে এবং কখন পদযাত্রা হবে, তা এখনও সিদ্ধান্ত হয়নি বলে বিজেপি সূত্রের খবর। এ দিন অবশ্য ডাকবাংলো মাঠ পরিদর্শন করেন কেন্দ্রীয় নেতৃত্ব।

Advertisement

এ দিন বিশ্বভারতীর উপাচার্যের বাসভবন ‘পূর্বিতা’য় যান বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। সেখান থেকে বেরিয়ে তিনি জানান, আগামী ৮ পৌষ বিশ্বভারতীর একশো বছরের প্রতিষ্ঠা দিবসের দিনে ভার্চুয়াল মাধ্যমেই অনুষ্ঠানের উদ্বোধন করবেন আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন সম্পর্কে আলোচনার পাশাপাশি বিশ্বভারতীর নানা বিষয় নিয়ে কথা হয়েছে বলে দাবি অনুপমের। বিজেপি সূত্রের খবর, পৌষমেলার মাঠের পাঁচিল বিতর্কের রেশ পৌঁছেছিল কেন্দ্রীয় নেতৃত্ব পর্যন্ত। রাজ্য বিজেপি শাহের দ্বারস্থ হয়েছিল। ফলে তাঁর বিশ্বভারতী সফরের পিছনে ওই ঘটনাকেই অনুঘটক বলে মনে করছেন অনেকে।

শাহের সফর ঘিরে কৌতূহল রয়েছে জেলা তৃণমূলেও। নেতৃত্বের মত, জেলায় বুথ স্তরে বিজেপির সংগঠন পোক্ত নয়। তাই যায়-আসে না। মন্ত্রী চন্দ্রনাথ সিংহের জবাব, ‘‘বহিরাগতরা এসে যত দাপাদাপি করবে আমাদের তত লাভ। কারণ, মানুষের দুর্বল জায়গা এনআরসি নিয়ে খেলতে শুরু করেছে বিজেপি। যাঁরা এই দলকে একবার ভোট দিয়েছেন, তাঁরা সেই ভুল আর করবেন না।’’ পদযাত্রা নিয়ে রবিবার বিকেল পর্যন্ত কোনও অনুমতি চাওয়া হয়নি বলে বীরভূম জেলা প্রশাসন সূত্রের খবর।

Advertisement

আরও পড়ুন: আরএসএস দফতরে ফাইল হাতে প্রাক্তন ডিজি, সাক্ষাৎ ভাগবতের সঙ্গে​


আরও পড়ুন: রাজ্যে ক্ষমতায় এলে ৭৫ লক্ষ চাকরি, প্রতিশ্রুতি বিজেপির, ‘ভাঁওতাবলছে তৃণমূল-বাম-কং​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন