অবসরপ্রাপ্ত কর্মীরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ

কেন্দ্রীয় সংস্থা অ্যান্ড্রু ইউলের সদর দফতরের প্রায় ৩০০ অবসরপ্রাপ্ত কর্মচারি সরকারি নির্দেশ সত্ত্বেও বছরের পর বছর পেনসনের প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হচ্ছেন। এ নিয়ে বার বার কেন্দ্রীয় মন্ত্রী, আধিকারিকদের কাছে দরবার করেও কিছু লাভ হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ০৪:২৫
Share:

কেন্দ্রীয় সংস্থা অ্যান্ড্রু ইউলের সদর দফতরের প্রায় ৩০০ অবসরপ্রাপ্ত কর্মচারি সরকারি নির্দেশ সত্ত্বেও বছরের পর বছর পেনসনের প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হচ্ছেন। এ নিয়ে বার বার কেন্দ্রীয় মন্ত্রী, আধিকারিকদের কাছে দরবার করেও কিছু লাভ হয়নি। এখন অবসরপ্রাপ্ত বৃদ্ধ কর্মীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন।

Advertisement

সংস্থার কর্মী অ্যাসোসিয়েশনের বক্তব্য, কর্তৃপক্ষ ৪৬ জন আধিকারিকের যথাযথ পেনসন দিতে প্রায় সাড়ে ১০ কোটি টাকা খরচ করেছে। কিন্তু নিচু তলার ৩০০ জনের জন্য আর ১১ কোটি টাকা কিছুতেই খরচ করতে চাইছেন না। অ্যাসোসিয়েশনের অভিযোগ, কেন্দ্রীয় ভারি শিল্প মন্ত্রককে ভুল বুঝিয়ে তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে বলা হয়েছে, ‘‘এটা কেন্দ্রীয় সরকারের বিবেচনাধীন বিষয়।’’

২০১০ সালে তৎকালীন ভারি শিল্পমন্ত্রী বিলাস রাও দেশমুখ অবসররত কর্মীদের সঙ্গে বৈঠক করেছিলেন। তিনি তাঁদের দাবির যৌক্তিকতাও মেনে নিয়েছিলেন। কিন্তু তাঁর অবর্তমানে বিষয়টি ফের ধামাচাপা পড়ে যায়। এর মধ্যে কয়েক জন কর্মীর মৃত্যুও হয়। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে গত বছর খোদ প্রধানমন্ত্রীর দফতর বিষয়টি খতিয়ে দেখে অবিলম্বে সমস্যা সমাধানের নির্দেশ দেয়। সেই নির্দেশ যায় ভারি শিল্প মন্ত্রকেও। কিন্তু তার পরে আরও আট মাস কেটে গিয়েছে। অবসরপ্রাপ্ত এক দল বৃদ্ধ শুধু সরকারি দফতরের দরজায় ঘুরে যাচ্ছেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন