প্রতীকী ছবি।
উপসর্গহীন করোনা রোগীদের জন্য কলেজ, আইটিআই প্রতিষ্ঠান, কমিউনিটি হল-সহ নানা জায়গায় আপৎকালীন চিকিৎসার ব্যবস্থা করছে রাজ্য সরকার। ‘সেফ হোম’ নামে এই ধরনের চিকিৎসা কেন্দ্রে কাজ করতে বলা হচ্ছে এএনএম নার্সদের। কিন্তু বাইরে কমিউনিটি চিকিৎসা পরিষেবায় কাজ করতে অভ্যস্ত সহায়িকারা কী ভাবে ইন্ডোরে কাজ করবেন, সে ব্যাপারে নির্দেশিকা চেয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য সচিবকে চিঠি দিল এএনএম নার্সদের সংগঠন জয়েন্ট ফোরাম।
সংগঠনের সম্পাদক মার্থা ঘোষের বক্তব্য, ‘‘যে পরিষেবা দিতে আমরা অভ্যস্ত নই, কোনও প্রশিক্ষণ ছাড়াই সেই কাজ করতে গিয়ে কোনও দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে?’’ সাধারণ যানবাহনে যাতায়াত করে করোনা চিকিৎসায় যোগ দিতে গেলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কার কথাও তুলছেন তাঁরা।