কেলেঙ্কারি ২০ হাজার কোটির, তথ্য তলব

ক্ষতিগ্রস্ত আমানতকারীদের টাকা ফেরত তো দূরের কথা। চার বছরেও সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারির তদন্ত শেষ হয়নি। এর মধ্যেই সারদার থেকেও বড় লগ্নি-কেলেঙ্কারি ধরা পড়েছে বলে অভিযোগ করা হল কলকাতা হাইকোর্টে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৩৭
Share:

ক্ষতিগ্রস্ত আমানতকারীদের টাকা ফেরত তো দূরের কথা। চার বছরেও সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারির তদন্ত শেষ হয়নি। এর মধ্যেই সারদার থেকেও বড় লগ্নি-কেলেঙ্কারি ধরা পড়েছে বলে অভিযোগ করা হল কলকাতা হাইকোর্টে। এক শ্রেণির আমানতকারীর অভিযোগ, অর্থ লগ্নি সংস্থা ‘ক্যালকাটা অয়্যার ইন্ডাস্ট্রিজ’ বাজার থেকে ২০ হাজার কোটি টাকা তুলে আত্মসাৎ করেছে। বেশি সুদের প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলে তারা তা ফেরত দিচ্ছে না আমানতকারীদের।

Advertisement

এই নিয়ে জনস্বার্থের মামলায় হাইকোর্টের বিশেষ আদালত শুক্রবার রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছে, ওই বেসরকারি লগ্নি সংস্থার বিরুদ্ধে এ রাজ্যের কোন থানায় কত মামলা দায়ের হয়েছে, তদন্তই বা কতটা এগিয়েছে— তার সবিস্তার রিপোর্ট চাই। সেই রিপোর্ট পেয়ে ওই সংস্থার বিরুদ্ধে তদন্তভার তুলে দেওয়া হবে সিবিআইয়ের হাতে। ১৯ সেপ্টেম্বর পরবর্তী শুনানি হবে বলে জানান বিশেষ আদালতের বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি জয়মাল্য বাগচী। ওই দিনই ডিজি-কে রিপোর্ট দাখিল করতে হবে আদালতে।

মামলার আবেদনকারীদের সূত্রের খবর, ক্যালকাটা অয়্যার ইন্ডাস্ট্রিজের তছরুপের পরিমাণ ২০ হাজার কোটি টাকারও বেশি। সেই জায়গায় সারদার তছরুপের পরিমাণ আড়াই হাজার কোটি বলে তদন্তকারীরা জানান।

Advertisement

সারদা গোষ্ঠীর তছরুপের তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়ার সময় সুপ্রিম কোর্ট বলেছিল, অন্য সব লগ্নি সংস্থার বিরুদ্ধেও তদন্ত করতে হবে তাদের। কৌঁসুলি সুব্রত মুখোপাধ্যায় এ দিন জানান, ঝাড়খণ্ডে অয়্যার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিবিআই। এ রাজ্য থেকেও ওই সংস্থা কয়েক হাজার টাকা তুলেছে। বিশেষ আদালতে রাজ্যের স্ট্যান্ডিং কাউন্সেল প্রণব দত্ত জানান, চুঁচুড়া, ডায়মন্ড হারবার ও বিষ্ণুপুর থানায় ওই লগ্নি সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

সিবিআইয়ের আইনজীবী মহম্মদ আসরাফ আলির কাছে বিচারপতিরা জানতে চান, এ রাজ্যের মামলাগুলির তদন্তভার সিবিআই নেয়নি কেন? সিবিআইয়ের আইনজীবী জানান, তিনি তদন্তকারী সংস্থার কাছ থেকে বিষয়টি জেনে আদালতে জানাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন