IIT Kharagpur Student Death

খড়্গপুর আইআইটি-তে আরও এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু! হস্টেল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের নাম রিতম মণ্ডল (২১)। চতুর্থ বর্ষের মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র তিনি। থাকতেন আইআইটি ক্যাম্পাসের রাজেন্দ্র প্রসাদ (আরপি) হলের ২০৩ নম্বর ঘরে। সেখান থেকেই তাঁর দেহ উদ্ধার হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১৪:০২
Share:

—প্রতীকী চিত্র।

পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের নাম রিতম মণ্ডল (২১)। চতুর্থ বর্ষের মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র তিনি। থাকতেন আইআইটি ক্যাম্পাসের রাজেন্দ্র প্রসাদ (আরপি) হলের ২০৩ নম্বর ঘরে। সেখান থেকেই তাঁর দেহ উদ্ধার হয়।

Advertisement

শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ আইআইটি কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারে খবর দেয় হিজলি ফাঁড়িতে। তার পরেই পুলিশ এবং আইআইটির নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে গিয়ে পড়ুয়াকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। সেখান থেকে বিসি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আইআইটি কর্তৃপক্ষ মৃত ছাত্রের পরিবারকে খবর দিয়েছে। কিন্তু কী কারণে এই মৃত্যু, তা এখনই স্পষ্ট নয়। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই তা স্পষ্ট হবে।

পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর কারণ। বাড়ির লোকেদের খবর পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ভিডিয়োগ্রাফির মাধ্যমে করা হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement