আজ়হার মল্লিক। —ফাইল চিত্র।
তৃণমূল কংগ্রেসের পথে পা বাড়ালেন প্রদেশ যুব কংগ্রেসের আরও এক সভাপতি! কয়েক মাস ধরেই প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি আজ়হার মল্লিকের কাজকর্ম নিয়ে নানা জল্পনা চলছিল দলে। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কয়েক মাস আগে লেখা আজ়হারের একটি চিঠি সামনে এসেছে, যেখানে যুব কংগ্রেস সভাপতি তাঁর সংগঠনের কিছু জেলা সভাপতি ও রাজ্য কমিটির সদস্যকে নিয়ে শাসক দলে যোগ দেওয়ার আবেদন জানিয়েছিলেন। রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের পক্ষে বিজেপির মোকাবিলা করা সম্ভব নয়, এমন কথাও লেখা ছিল খণ্ডঘোষের বাসিন্দা আজ়হারের চিঠিতে। এর পরে যুব কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বের নির্দেশে সংগঠনের বাংলার পর্যবেক্ষক রাজেশ সিংহ দল-বিরোধী কার্যকলাপের দায়ে আজ়হারকে ৬ বছরের জন্য নিলম্বিত (সাসপেন্ড) করার সিদ্ধান্ত নিয়েছেন। আবার আজ়হার বুধবারই চিঠি দিয়ে পাল্টা কংগ্রেস-ত্যাগের কথা জানিয়েছেন! এই চাপানউতোরের পরে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের হাত ধরে আজ়হার শাসক দলে যোগ দিয়েছেন। এর আগে যুব কংগ্রেসের সভাপতি মৌসম নূর, অরিন্দম ভট্টাচার্য, শাদাব খানেরা সকলেই তৃণমূলে নাম লিখিয়েছিলেন।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে