Anubrata Mandal

Anubrata Mandal: অনুব্রতর গাড়ির নাটকীয় বাঁক, কেষ্ট আপাতত এসএসকেএম-এ, এড়াচ্ছেন সিবিআইকে?

গরুপাচার কাণ্ডে অনুব্রতকে তলব করেছিল সিবিআই। বুধবারই হাজিরা দেওয়ার কথা তাঁর। এর আগে চার বার সিবিআইয়ের তলবে সাড়া দেননি তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২২ ১১:২০
Share:

এসএসকেএম-এ অনুব্রত মণ্ডল।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২২ ১৩:৩৬ key status

সিবিআইয়ের সামনে অনুব্রতর হাজিরা নিয়ে সকাল থেকে নাটক

তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে এর আগে চার বার ডেকেছিল সিবিআই। গরুপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু অনুব্রত আসেননি। প্রত্যেকবার সিবিআইয়ের তলব পাওয়ার পরই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তবে বুধবার না কি সিবিআইয়ের সঙ্গে অনুব্রতর সাক্ষাৎ একরকম নিশ্চিত ছিল। সিবিআইয়ের পঞ্চমবারের তলবে হাজির হতে আগে ভাগেই বীরভূম থেকে কলকাতার চিনার পার্কের বাড়িতে এসে পৌঁছেছিলেন অনুব্রত। সকাল সকাল বেড়িয়েও পড়েছিলেন গাড়ি নিয়ে। কিন্তু শেষ মুহূর্তে তাঁর গাড়ি এসএসকেএমের রাস্তা ধরে।  জানা যায় বুধবার সকাল থেকেই বুকের সমস্যা শুরু হয়েছে অনুব্রতর। তাই নিজাম প্যালেসের বদলে এসএসকেএমে পৌঁছন তিনি। বেলা ১১টা ২০ মিনিট নাগাদ এসএসকেএমে পৌঁছয় অনুব্রতর গাড়ি। দুপুর পৌনে দু’টো পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। এসএসকেএমের উডবার্ন ব্লকে নিয়ে যাওয়া হয় তাঁকে। স্বাস্থ্য পরীক্ষার পর একজন মেডিসিন বিশেষজ্ঞ এবং একজন চেস্ট মেডিসিন বিশেষজ্ঞকে অনুব্রতর ঘরে ঢুকতেও দেখা যায়। অন্য দিকে, সিবিআই সূত্রে খবর এদিন নিজাম প্যালেসেও অনুব্রতর স্বাস্থ্যের কথা ভেবে আগে থেকেই বিশেষ চিকিৎসা দল প্রস্তুত রেখেছিল সিবিআইও। বুধবার অনুব্রতর আইনজীবীরা পরে জানান, তৃণমূল নেতার অসুস্থতার কথা সিবিআইকে জানাবেন তাঁরা। এমনকি একজন অসুস্থ এবং বয়ঃজ্য়েষ্ঠ মানুষকে হেনস্তা করা হচ্ছে এমন অভিযোগও করবেন বলে জানিয়েছেন অনুব্রতর আইনজীবীরা। তাঁরা বলেছেন, এরপর যদি সিবিআইয়ের কর্তারা মনে করেন, তাঁরা হাসপাতালে এসে অনুব্রতর সঙ্গে কথা বলবেন, তবে তাঁরা বলতে পারেন।  

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২২ ১২:২৮ key status

অনুব্রতর জন্য যজ্ঞ শুরু বীরভূমে

অনুব্রত এসএসকেএম-এ যেতেই বীরভূমের দুবরাজপুরে পাহাড়েশ্বর শিব মন্দিরে তার সুস্থতা কামনায় যজ্ঞ শুরু করলেন তৃণমূল কর্মীরা।

Advertisement
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২২ ১২:২৪ key status

অনুূব্রতর মেডিক্যাল রিপোর্ট নিয়ে যাওয়া হল

উডবার্নের বাইরে অনুব্রতর গাড়ি।  নিজস্ব চিত্র।

অনুব্রত হাসপাতালের ভিতরেই। তাঁর বাড়ির দু’জন এসে তাঁর গাড়ি থেকে তৃণমূল নেতার মেডিক্যাল রিপোর্ট নিয়ে গেলেন। তবে প্রশ্ন করা হলে অনুব্রতর শারীরিক অবস্থা সম্পর্কে তাঁরা কিছু জানাননি। এখনও উডবার্নের বাইরেই দাঁড় করানো রয়েছে অনুব্রতর গাড়ি। 

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২২ ১২:২০ key status

অনুব্রতর গাড়ির এসএসকেএমে ঢোকার মুহূর্ত

Advertising
Advertising
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২২ ১২:০৬ key status

স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে অনুব্রতর

উডবার্নের ২১১ নম্বর ঘরে নিয়ে যাওয়া হয়েছে অনুব্রতকে। সেখানে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে তাঁর। 

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২২ ১১:৫২ key status

‘‘দাদা নিজাম প্যালেসে যাবেন বলেই এসেছিলেন’’ বললেন অনুব্রতর আইনজীবীরা

অনুব্রত মণ্ডলের আইনজীবী সঞ্জীবকুমার দাঁ বলেন, "দাদা তো কলকাতায় এসেছেন সিবিআইয়ের সঙ্গে দেখা করতেই। কিন্তু হঠাৎ আজ সকাল থেকে তাঁর বুকে ব্যথা শুরু হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দাদা সিবিআইকে সাহায্য করতে চান। তাঁর অন্য কোনও উদ্দেশ্য নেই।" ওই আইনজীবী এ-ও বলেন যে, সিবিআই দফতরে গিয়ে তিনি অনুব্রতর শারীরিক অবস্থা সম্পর্কে সিবিআইকে জানাবেন।

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২২ ১১:৪৭ key status

অনুব্রতর জন্য সময় চাইতে পারেন আইনজীবীরা?

অনুব্রতর আইনজীবীরা নিজাম প্যালেসে পৌঁছে সময় চাইতে পারেন হাজিরার জন্য। তৃণমূলের বীরভূমের জেলা সভাপতির অসুস্থতার কথা জানিয়ে তাঁরা সময় চাইতে পারেন বলে অনুমান। 

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২২ ১১:৪৬ key status

নিজাম প্যালেসে প্রস্তুত ছিল মেডিক্যাল টিম

অনুব্রতর অসুস্থতার কথা মাথায় রেখে আগে ভাগেই চিকিৎসকদের বিশেষ দল প্রস্তুত রাখা ছিল নিজাম প্যালেসে। 

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২২ ১১:৪৩ key status

নিজাম প্যালেসে অনুব্রতর আইনজীবীরা

অনুব্রত না পৌঁছলেও নিজাম প্যালেসে পৌঁছেছেন তাঁর আইনজীবীরা। তবে হাসপাতাল থেকে অনুব্রত সিবিআইয়ের দফতরে যাবেন কি না তা স্পষ্ট নয়। 

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২২ ১১:৪১ key status

উডবার্নের কেবিনে রয়েছেন অনুব্রত

উডবার্ন ব্লকের সাড়ে বারো নম্বর কেবিনে রয়েছেন অনুব্রত। তার চিকিৎসা শুরু হয়েছে। 

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২২ ১১:৩৬ key status

এসএসকেএমে পৌঁছয় অনুব্রতর গাড়ি

বেলা সাড়ে এগারোটার কিছু আগে এসএসকেএমে পৌঁছয় অনুব্রতর গাড়ি। জানা যায় আবার অসুস্থ হয়ে পড়েছেন অনুব্রত। বুধবার সকাল থেকেই অসুস্থ বোধ করছিলেন তিনি। বুকে কিছু সমস্যা এবং অস্বস্তি বোধ করায় হাসপাতালে আসেন। 

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২২ ১১:৩৫ key status

অনুব্রত গাড়ির রুট বদল

সকালে চিনার পার্কের বাড়ি থেকে রওনা হন অনুব্রত মণ্ডল। ধরে নেওয়া হয়েছিল তিনি সিবিআই অফিসের যাওয়ার জন্যই রওনা হয়েছেন। এদিকে নিজাম প্যালেসে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। উপস্থিত হন গোয়েন্দাদের বিশেষ দলও। আচমকাই অনুব্রতর গাড়ির পথ বদলায়। 

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২২ ১১:৩১ key status

গরু পাচার কাণ্ডে অনুব্রতকে বুধবার পঞ্চমবার তলব করা হয়েছিল নিজাম প্যালেসে

বুধবার নিজাম প্যালেসে আসার কথা ছিল অনুব্রতর। কিন্তু সেখানে না গিয়ে তিনি পৌঁছলেন এসএসকেএম হাসপাতালে। 

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২২ ১১:২১ key status

গরু পাচার কাণ্ডে এর আগে চার বার সিবিআইয়ের তলবে সাড়া দেননি অনুব্রত

গরু পাচার কাণ্ডে এর আগে চার বার সিবিআইয়ের ডেকে পাঠিয়েছিল অনুব্রত মণ্ডলকে কিন্তু তিনি অসুস্থতার কারণে যেতে পারেননি। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও পড়ুন
Advertisement