আদালতে গরহাজির অনুব্রত

আগাম জামিন নিয়েই রেখেছিলেন। এ বার আদালতের নির্দেশ থাকলেও হাজিরা দিলেন না তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। মঙ্গলবার পাড়ুইয়ে পুলিশ ও বিরোধীদের হুমকি মামলার শুনানিতে হাজিরা দিতে পারবেন না জানিয়ে সিউড়ির সিজেএম ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের এজলাসে অনুব্রতর হয়ে জামিনের আবেদন জমা করেছিলেন আইনজীবী মৃদুল দে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৫ ১৬:১০
Share:

আগাম জামিন নিয়েই রেখেছিলেন। এ বার আদালতের নির্দেশ থাকলেও হাজিরা দিলেন না তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। মঙ্গলবার পাড়ুইয়ে পুলিশ ও বিরোধীদের হুমকি মামলার শুনানিতে হাজিরা দিতে পারবেন না জানিয়ে সিউড়ির সিজেএম ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের এজলাসে অনুব্রতর হয়ে জামিনের আবেদন জমা করেছিলেন আইনজীবী মৃদুল দে।

Advertisement

অনুব্রতের আইনজীবী বলেন, ‘‘এ দিন বীরভূমে প্রশাসনিক বৈঠকে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সির চেয়ারম্যান হিসেবে অনুব্রত মণ্ডলকে মুখ্যমন্ত্রীর ওই বৈঠকে উপস্থিত থাকতে হবে। তাই তিনি এ দিন হাজিরা দিতে পারবেন না জানিয়ে আদালতের কাছে ক্ষমা চেয়ে আবেদন করেছেন।’’

অনুব্রতের আবেদনের বিরোধিতা করেননি সরকারি আইনজীবী। বীরভূমের পিপি রণজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘অনুব্রত মণ্ডল এক জন সরকারি পদে থাকা ব্যক্তি। এ দিন প্রশাসনিক বৈঠকের জন্য হাজিরা দিতে পারেননি। তাই তাঁর ওই আবেদনের বিরোধিতা করার কোনও যুক্তি ছিল না।’’ তিনি জানান, আগামী ৬ অগস্ট ফের অনুব্রতকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন সিজেএম।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement