Anubrata Mondal

‘কাজল কী বলল, তাতে গুরুত্ব দেব কেন?’ কোর কমিটি বৈঠকে না যাওয়া নিয়ে আর কী বললেন কেষ্ট

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মাসে অন্তত দু’বার কোর কমিটির বৈঠক বসার কথা। আর সেই কোর কমিটির চেয়ারপার্সন অনুব্রত। অথচ শনিবারের বৈঠকে অনুব্রত নিজেই না আসায় স্বাভাবিক ভাবেই নানা প্রশ্ন উঠেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ২০:৪৫
Share:

(বাঁ দিকে) কাজল শেখ। অনুব্রত মণ্ডল (ডান দিকে)। — ফাইল চিত্র।

নিজেই ডেকে ছিলেন কোর কমিটির বৈঠক। তার পর নিজেই সেই বৈঠকে আসেননি বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল! কোর কমিটির বৈঠকে কেষ্টর অনুপস্থিতি নিয়ে আগেই মন্তব্য করেছিলেন জেলায় দলের আর এক শীর্ষ নেতা কাজল শেখ। এ বার সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানালেন কেষ্টও।

Advertisement

অনুব্রতের কথায়, ‘‘আজ ডেউচা-পাঁচামি নিয়ে পরিকল্পনা মাফিক আমাদের বৈঠক ছিল। এ জন্য বিভিন্ন মানুষকে নিয়ে জরুরি ভিত্তিতে একটি কমিটিও গড়া হয়েছে। এখানে সবাই উপস্থিত রয়েছেন। গুরুত্বপূর্ণ বৈঠক বলেই রয়েছেন।’’ কাজলের মন্তব্য শুনে তাঁকে কটাক্ষ করে কেষ্ট বলেন, ‘‘ও কি বলল, আমি গুরুত্ব দেব নাকি?’’

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মাসে অন্তত দু’বার কোর কমিটির বৈঠক বসার কথা। আর সেই কোর কমিটির চেয়ারপার্সন অনুব্রত। অথচ শনিবারের বৈঠকে অনুব্রত নিজেই না আসায় স্বাভাবিক ভাবেই নানা প্রশ্ন উঠতে থাকে। দলীয় সূত্রের দাবি, শনিবার কোর কমিটির বৈঠকে না গিয়ে অনুব্রত মহম্মদবাজার ব্লকে ডেউচা-পাঁচামি নিয়ে অন্য এক বৈঠকে যোগ দেন। অন্য দিকে, বৈঠকের পর কাজল জানান, কোর কমিটির বৈঠকে নির্দিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। অনুব্রতর অনুপস্থিতি নিয়েও বিস্ময় প্রকাশ করেন তিনি। কাজলের দাবি, তাঁর জানা মতে, কলকাতায় ডেউচা-পাঁচামি প্রকল্প নিয়ে একটি বৈঠক হচ্ছে, সেখানে পিভি সেলিম-সহ বিভিন্ন আধিকারিক এবং জমিদাতারা উপস্থিত রয়েছেন। মহম্মদবাজারে কোনও বৈঠক হচ্ছে বলে তাঁর জানা নেই। যদিও কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী জানান, অনুব্রত মহম্মদবাজারে বৈঠকে গিয়েছেন। এ সব জল্পনার মাঝে এ বার প্রতিক্রিয়া জানালেন খোদ কেষ্ট।

Advertisement

প্রসঙ্গত, সময়মতো কোর কমিটির বৈঠক না-হওয়া নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন কাজল। দলনেত্রীর নির্দেশ সত্ত্বেও কোর কমিটির বৈঠক না হওয়ার নেপথ্যে ‘অদৃশ্য শক্তি’র হাত রয়েছে বলে দাবি করেছিলেন তিনি। তা নিয়ে জেলায় দলে গোষ্ঠীদ্বন্দ্বের আবহও তৈরি হয়েছিল। পরে নেতাজি ইন্ডোরের সভা থেকে তা নিয়ে বার্তা দেন দলনেত্রী। জানিয়ে দেন, বীরভূমে কাজলকে নিয়েই চলতে হবে অনুব্রতকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement