নদিয়ায় অপর্ণা বাগ খুনের মামলায় যে ১১ জনের মৃত্যুদ্ণ্ড হয়েছে নিম্ন আদালতে, তাঁদের এখন থেকেই ‘কনডেমড সেল’-এ না রাখার আর্জি জানিয়ে বৃহস্পতিবার একটি আপিল করা হয়েছিল হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে। আদালত আপিলটি গ্রহণ করেছে। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২৫ ফেব্রুয়ারি।