মানবাধিকার প্রশ্নে কাঠগড়ায় কেন্দ্র

ভারভারা রাও, সুধা ভরদ্বাজ, গৌতম নভলখা-সহ এক ঝাঁক মানবাধিকার কর্মীকে কিছু দিন আগে পুলিশ গ্রেফতার করে। তাঁদের মধ্যে কেউ কেউ এখন জামিনে মুক্ত। কারও কারও জামিনের আবেদন খারিজ হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৮ ০৫:১২
Share:

—ফাইল চিত্র।

আরএসএস, বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশে মানবাধিকার আন্দোলনের উপর আক্রমণ হচ্ছে বলে অভিযোগ করল এপিডিআর। ভারভারা রাও, সুধা ভরদ্বাজ, গৌতম নভলখা-সহ এক ঝাঁক মানবাধিকার কর্মীকে কিছু দিন আগে পুলিশ গ্রেফতার করে। তাঁদের মধ্যে কেউ কেউ এখন জামিনে মুক্ত। কারও কারও জামিনের আবেদন খারিজ হয়েছে। এই ধরপাকড়ের প্রতিবাদে সোমবার কলেজ স্ট্রিটে সভায় এপিডিআর নেতারা অভিযোগ করেন, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, ওড়িশায় আদিবাসীদের অধিকারে থাকা বনভূমি কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র এবং রাজ্যগুলির সরকার। তার বিরুদ্ধে আদিবাসীদের লড়াইয়ের পাশে যাঁরা থাকছেন, তাঁদেরই ‘শহুরে নকশাল’ তকমা দিয়ে গ্রেফতার করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement