মঞ্চে হেনস্থার শিকার কণিকা। ছবি: সংগৃহীত।
মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার শিকার হলেন গায়িকা কণিকা কপূর। বলিউডে অসংখ্য সফল গান রয়েছে তাঁর। সম্প্রতি একটি মঞ্চে অনুষ্ঠান করছিলেন তিনি। আচমকাই এক শ্রোতা মঞ্চে উঠে পড়েন এবং কণিকাকে কোলে তুলে নেওয়ার চেষ্টা করেন। সেই ঘটনার ভিডিয়ো এখন সমাজমাধ্যমে ভাইরাল।
রবিবার রাতে অনুষ্ঠান ছিল ‘বেবি ডল’ খ্যাত গায়িকার। পরনে উজ্জ্বল গোলাপি রঙের প্যান্ট, কালো টপ ও কালো জ্যাকেট পরে অনুষ্ঠান করছিলেন কণিকা। ভিড় হয়েছিল হাজার হাজার শ্রোতার। গায়িকার অনুরাগীর সংখ্যাও কম নয়। তাই তাঁকে চোখের সামনে দেখে এক অনুরাগী মঞ্চে উঠে পড়েন। তখন কণিকা গানে মগ্ন। তার মধ্যেই সেই অনুরাগী কণিকাকে কোলে তুলে নেওয়ার চেষ্টা করেন। ঘটনায় কিছুটা হতভম্ব হয়ে যান গায়িকা ঠিকই, কিন্তু গান গাওয়া থামাননি গায়িকা। পরিস্থিতি বেগতিক দেখে ছুটে আসেন কণিকার নিরাপত্তারক্ষীরা। তাঁরা কোনওমতে সেই অনুরাগীকে ধরে মঞ্চ থেকে নামান। এমন কিছু যে ঘটতে পারে তা কল্পনা করেননি নিরাপত্তারক্ষীরা।
এই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ফের মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এক অনুরাগী মন্তব্য করেছেন, “ভারতে এত মানুষের সামনে খোলা মঞ্চেও মহিলারা নিরাপদ নন।” আর এক উদ্বিগ্ন অনুরাগী লিখেছেন, “এত মানুষের সামনে একজন মহিলা হেনস্থার শিকার হচ্ছেন। তা হলে রাস্তায় একা চলাফেরা করার সময়ে তাদের নিরাপত্তা কতটা তা কল্পনা করলেও ভয় হয়। আর এই লোকটা কী করার চেষ্টা করছে! এ অনুরাগী না কি হেনস্থাকারী?” এই ঘটনা নিয়ে এখনও কণিকা বা তাঁর সহযোগী দলের তরফ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি।