Dhurnadhar

‘পাকিস্তানকে অসম্মান করাই লক্ষ্য!’ প্রতিবেশী দেশ থেকে ‘ধুরন্ধর’ নিয়ে হুঁশিয়ারি

বিতর্ক পিছু ছাড়ছে না এই ছবির। ‘ধুরন্ধর’-এ সঞ্জয় দত্ত অভিনয় করেছেন করাচির পুলিশ আধিকারিক চৌধরি আসলাম খানের চরিত্রে। বাস্তবের চৌধরি আসলাম খানের বিধবা স্ত্রী নোরিন সম্প্রতি মুখ খুলেছেন এই ছবি নিয়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ১২:৫৭
Share:

‘ধুরন্ধর’ নিয়ে পাকিস্তান থেকে আপত্তি। ছবি: সংগৃহীত।

আদিত্য ধরের ছবি ‘ধুরন্ধর’ বক্সঅফিসে সাড়া ফেলেছে। তবে পাশাপাশি, ছবির পিছু ছাড়ছে না বিতর্ক। ছবিতে সঞ্জয় দত্ত অভিনয় করেছেন করাচির পুলিশ আধিকারিক চৌধরি আসলাম খানের চরিত্রে। বাস্তবের চৌধরি আসলাম খানের বিধবা স্ত্রী নোরিন সম্প্রতি মুখ খুলেছেন ‘ধুরন্ধর’ নিয়ে। বেশ কিছু আপত্তি রয়েছে তাঁর এই ছবি ঘিরে।

Advertisement

পাকিস্তানের এক পডকাস্টে মুখ খুলেছেন নোরিন। তিনি জানিয়েছেন, তাঁর স্বামী ‘খলনায়ক’ ছবিটি দেখার পর থেকে সঞ্জয় দত্তের বড় ভক্ত হয়ে উঠেছিলেন। তাই নোরিন একপ্রকার নিশ্চিত ছিলেন, তাঁর স্বামীর চরিত্রটির সঙ্গে অবিচার হবে না। কিন্তু ছবির ঝলক দেখার পরে হতাশ নোরিন।

ঝলকে আসলাম চরিত্রটিকে ‘শয়তান’ বা ‘জিন’-এর সঙ্গে তুলনা করা হয়েছে। এখানেই আপত্তি নোরিনের। তিনি বলেন, “আমাদের সম্প্রদায়ে এই ধরনের শব্দ খুবই অসম্মানজনক। এই শব্দগুলি শুধু আসলামের জন্যই নয়, ওঁর মায়ের জন্য অসম্মানজনক। উনি খুবই সাধারণ ও সৎ মহিলা ছিলেন।”

Advertisement

ছবিটি এখনও দেখেননি নোরিন। তবে, ছবিতে যদি সঞ্জয় অভিনীত চরিত্রটিকে নেতিবাচক ভাবে দেখানো হয় এবং সেই চরিত্রের বিরুদ্ধে ‘প্রোপাগান্ডা’ দেখানো হয়, তা হলে আইনি পদক্ষেপ করারও হুঁশিয়ারি দিয়েছেন নোরিন। তাঁর বক্তব্য, “খুব অদ্ভুত লাগে, ভারতীয় পরিচালকেরা পাকিস্তানকে অসম্মান করা ছাড়া আর কোনও বিষয় খুঁজে পান না।” সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের বিষয় রয়েছে এই ছবিতে। পাকিস্তানের কথাও উঠে এসেছে নানা ভাবে। সঞ্জয় ছাড়াও অভিনয় করেছেন রণবীর সিংহ, অক্ষয় খন্না, অর্জুন রামপাল, আর মাধবন এব‌ং সারা অর্জুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement