স্মৃতি-পলাশের মতোই বিয়ে বাতিল হয়ে গিয়েছিল এই তারকাদের। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
চারহাত এক হওয়ার ঠিক আগে স্থগিত হয়ে যায় স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে। বিয়ের আগের দিন সঙ্গীত অনুষ্ঠানে একসঙ্গে নাচতেও দেখা গিয়েছিল তাঁদের। কিন্তু সেই বিয়ে আর হচ্ছে না। সম্পর্কেই ধরেছে চিড়। রবিবার ঘোষণা করেছেন দু’জনেই। শুধু স্মৃতি ও পলাশই নয়, এর আগে বলিউডের আরও কয়েক জন তারকার বিয়ে শেষ মুহূর্তে ভেঙে গিয়েছিল। তাঁরা কারা?
১) অভিষেক বচ্চন ও করিশ্মা কপূর: বলিউডের অন্যতম চর্চিত জুটি ছিলেন। অমিতাভ বচ্চনের ৬০তম জন্মদিনে ঘটা করে বাগ্দান পর্ব সেরেছিলেন তাঁরা। কিন্তু বাগ্দান হওয়ার পরেও ভেঙে গিয়েছিল বিয়ে। ঠিক কী কারণে বিয়ে বাতিল হয়ে যায়, তা অবশ্য বচ্চন ও কপূর পরিবার প্রকাশ করেনি কোনও দিন।
২) সলমন খান ও সঙ্গীতা বিজলানি: দীর্ঘ দিন সম্পর্কে ছিলেন সলমন ও সঙ্গীতা। বিয়ে পর্যন্ত কথাবার্তা এগিয়েছিল। নিজেই এক অনুষ্ঠানে সলমন জানিয়েছেন, বিয়ে আমন্ত্রণপত্র পর্যন্ত ছাপা হয়ে গিয়েছিল। কিন্তু সলমন প্রতারণা করছেন, তা হাতেনাতে ঠিক বিয়ের আগেই ধরে ফেলেছিলেন সঙ্গীতা। বিয়ে বাতিল করে দেন সঙ্গীতা।
৩) অক্ষয় কুমার ও রবীনা টন্ডন: পর্দায় এই জুটির রসায়ন ঝড় তুলেছিল। বাস্তবেও তাঁদের প্রেম নিয়ে চর্চা হত। বাগ্দানও সেরে ফেলেছিলেন তাঁরা। বিয়ের পরিকল্পনাও করছিলেন তাঁরা। কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে আসেন রবীনা। শোনা যায়, অক্ষয় অন্য নায়িকাদের সঙ্গেও সম্পর্ক রাখছিলেন। সে কথা জেনে ফেলেছিলেন রবীনা।
৪) অক্ষয় কুমার ও শিল্পা শেট্টি: শুধু রবীনা টন্ডন নয়। অক্ষয়ের বিয়ের কথাবার্তা এগিয়েছিল শিল্পার সঙ্গেও। রবীনার সঙ্গে বিচ্ছেদের পরে শিল্পার সঙ্গে সম্পর্কে জড়ান। শোনা যায়, এ বারও বাগ্দান হয়ে গিয়েছিল। কিন্তু অক্ষয় নাকি সম্পর্কে প্রতারণা করছিলেন। তাই পিছিয়ে যান শিল্পা।
৫) নীনা গুপ্ত: বিয়ে ও সম্পর্ক নিয়ে স্পষ্ট মতামত রাখেন বর্ষীয়ান অভিনেত্রী। নিজের অটোবায়োগ্রাফি-তে জানিয়েছেন, এক প্রাক্তন প্রেমিক ঠিক বিয়ের আগে সম্পর্ক ভেঙে দিয়েছিলেন। বিয়ের সব কিছু প্রস্তুত ছিল। কিন্তু কেন বিয়ে ভেঙেছিলেন, তা আজও জানা নেই নীনার।