Smriti Mandhana and Palash Muchhal wedding

বিয়ে ভেঙে গিয়েছে! এ বার পরস্পরের জন্য আরও কড়া সিদ্ধান্ত নিলেন স্মৃতি ও পলাশ

রবিবার দুপুরে নিজের সমাজমাধ্যমে স্মৃতি ঘোষণা করেন, বিয়েটা আর হচ্ছে না। তার কিছুক্ষণের মধ্যে পলাশও জানিয়ে দেন, সম্পর্ক থেকে তিনি সরে এসেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ ১৭:০৭
Share:

পরস্পরের জন্য কড়া পদক্ষেপ স্মৃতি ও পলাশের। ছবি: সংগৃহীত।

বহু জল্পনার পরে বাতিল হল স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে। রবিবার দুপুরে নিজের সমাজমাধ্যমে স্মৃতি ঘোষণা করেন, বিয়েটা আর হচ্ছে না। তার কিছুক্ষণের মধ্যে পলাশও জানিয়ে দেন, সম্পর্ক থেকে তিনি সরে এসেছেন। জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ বার পরস্পরের জন্য আরও কড়া সিদ্ধান্ত নিলেন পলাশ ও স্মৃতি।

Advertisement

বিয়ের আগের দিন পর্যন্ত দু’জনে সমাজমাধ্যমে নিজেদের নানা মুহূর্ত ভাগ করে নিচ্ছিলেন। বিয়ের আগে নাটকীয় কায়দায় স্মৃতিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন পলাশ। হাঁটু গে়ড়ে বসে ক্রিকেটারের অনামিকায় পরিয়ে দিয়েছিলেন হিরের আংটি। সেই মুহূর্তের ভিডিয়ো দু’জনেই ভাগ করে নিয়েছিলেন ইনস্টাগ্রামে। বিয়ে সংক্রান্ত কোনও ভিডিয়োই রাখেননি স্মৃতি। তবে আংটি পরানোর ভিডিয়ো এখনও উজ্জ্বল পলাশের ইনস্টাগ্রামে। কিন্তু তাঁরা পরস্পরকে আর নিজেদের সমাজমাধ্যমে রাখেননি।

স্মৃতি ও পলাশ দু’জনই ইনস্টাগ্রামে পরস্পরকে ‘আনফলো’ করেছেন। এর থেকেই স্পষ্ট, শুধু বাবার অসুস্থতার জন্য সেই দিন বিয়ে স্থগিত হয়নি সেই দিন। মনে করছেন নেটাগরিক। তবে নিজেদের সম্পর্কের পুরনো ছবিগুলি এখনও রেখে দিয়েছেন স্মৃতি ও পলাশ দু’জনেই।

Advertisement

২৩ নভেম্বর বিয়ে হওয়ার কথা ছিল স্মৃতি ও পলাশ মুচ্ছলের। তার আগের দিন হয়ে গিয়েছিল গায়েহলুদ, মেহেন্দি ও সঙ্গীত অনুষ্ঠান। সঙ্গীত অনুষ্ঠানে স্মৃতি ও পলাশের নাচের মুহূর্তও ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। কিন্তু বিয়ের দিন দুপুরে জানা যায়, অসুস্থ হয়ে পড়েছেন স্মৃতির বাবা। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এমনকি পলাশেরও অসুস্থ হয়ে পড়ার খবর প্রকাশ্যে আসে। পরে চিকিৎসকদের থেকে জানা যায়, মানসিক চাপ ও উদ্বেগজনিত সমস্যা হয়েছিল দু’জনেরই। এর পরেই বিভিন্ন জায়গা থেকে খবর ছড়ায়, সম্পর্কে প্রতারণা করছেন পলাশ। তবে সুরকার এই গুজব ভিত্তিহীন বলে দাবি করেছেন। এমনকি ভুল খবর যারা ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement