স্মৃতির সঙ্গে সম্পর্ক ভাঙল পলাশের। ছবি: সংগৃহীত।
বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন পলাশ মুচ্ছল ও স্মৃতি মন্ধানা। ২৩ নভেম্বর বিয়ের সব প্রস্তুতি হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বিয়ে থমকে যায়। ফের কি বিয়ে করছেন তাঁরা?
স্মৃতির জীবন নিয়ে নানা রকমের জল্পনা চলেছে গত কয়েক দিন ধরে। কোনটা ঠিক, কোনটা ভুল তা নিয়ে কিছু জানাননি ক্রিকেটতারকা। শুধু স্পষ্ট করে দিয়েছেন, বিয়ে বাতিল হয়েছে। অন্য দিকে, নিজের সমাজমাধ্যমে বিবৃতি দিয়েছেন পলাশও। প্রথমেই স্পষ্ট করেছেন, সম্পর্কটা টিকছে না। তিনি জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
পলাশ তাঁর সমাজমাধ্যমে লিখেছেন, “আমি এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মানুষ ভিত্তিহীন গুজবে যে ভাবে দ্রুত প্রতিক্রিয়া দিয়েছে, তা আমার কাছে কঠিন হয়ে উঠেছিল। খুব ভয় লেগেছে এই ঘটনায়। এটা আমার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। কিন্তু আমি আমার বিশ্বাসের সঙ্গে ভদ্র ভাবে পরিস্থিতি সামাল দেব।”
বিয়ে স্থগিত হওয়ার কারণ হিসেবে প্রথমে স্মৃতির বাবার অসুস্থতার কথা উঠে আসে। পরে শোনা যায়, পলাশও অসুস্থ হয়ে পড়েছিলেন। এর পরে জানা যায়, পলাশ নাকি সম্পর্কে প্রতারণা করেছেন। যদিও রবিবারের বিবৃতিতে পলাশ বলেছেন, “আমি সত্যিই আশা করছি, সমাজ হিসেবে আমরা শিখব, কোথায় থামতে হয়। ভিত্তিহীন গুজবে কান না দিয়ে নিজেদের থামাতে জানতে হবে। আমাদের কথা কিন্তু মানুষকে নানা ভাবে আঘাত করতে পারে, যা আমরা হয়তো বুঝতেও পারব না।”
পলাশ বিবৃতির শেষে কড়া ভাষায় জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে যারা ভিত্তিহীন গুজব ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবেন। সব শেষে তিনি লেখেন, “এই কঠিন সময়ে যাঁরা আমার পাশে থাকলেন, তাঁদের অসংখ্য ধন্যবাদ।”